ইংলিশ ফুটবল
লিগ কাপের সেমি-ফাইনালের লড়াইয়ে দলের প্রথমার্ধের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি লিভারপুল অধিনায়ক।
Published : 07 Feb 2025, 04:00 PM
প্রথম লেগের ব্যবধান ঘুচিয়ে দিতে ঘরের মাঠে শুরু থেকে আধিপত্য বিস্তার করে লিভারপুল। পুরোটা সময় একচেটিয়া চাপ ধরে রেখে, টটেনহ্যাম হটস্পারকে গুঁড়িয়ে দিয়ে নিশ্চিত করে লিগ কাপের ফাইনালের টিকেট। তারপরও, অধিনায়ক ভার্জিল ফন ডাইক দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন!
মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে এগিয়ে চলেছে লিভারপুল। অন্যদিকে, ভীষণ খারাপ সময় কাটছে টটেনহ্যামের। তবে, গত মাসে বলতে গেলে অপ্রত্যাশিতভাবে সেমি-ফাইনালের প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে হেরে যায় আর্না স্লটের দল।
সেই ধাক্কা সামলে নিতে বৃহস্পতিবার রাতে ফিরতি লেগে দাপুটে ফুটবল খেলে ৪-০ গোলে জিতে, ৪-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে ওঠে লিভারপুল। অন্যান্য পরিসংখ্যানেও ফুটে উঠছে তাদের দাপটের চিত্র; পুরো ম্যাচে স্বাগতিকদের ২৬ শটের ১০টি লক্ষ্যে ছিল। আর পুরোটা সময় ঘর সামলাতে ব্যস্ত টটেনহ্যাম পাঁচ শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি।
ডাচ ডিফেন্ডার ফন ডাইকের অসন্তোষের জায়গা অবশ্য অন্যখানে। বিশেষ করে প্রথমার্ধের পারফরম্যান্সে তিনি খুশি হতে পারেননি। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় সেটা পরিষ্কারভাবেই বলেন তিনি।
“আমাদের একটা পরিপূর্ণ পারফরম্যান্সের দরকার ছিল। বিরতিতে আমার মনে হচ্ছিল, তীব্রতার বিবেচনায় আমরা আরেক ধাপ উপরে উঠে পারফর্ম করতে পারি এবং তাদের ওপর আরও চাপ তৈরি করতে পারি। দলকে তখন আমি এই কথা বলেছিলামও।”
ম্যাচ শেষের ফল লিভারপুলের জন্য দারুণ ইতিবাচক হলেও, সত্যিকার অর্থে শুরুতে তাদের পারফরম্যান্স ছিল কিছুটা অগোছালো।
প্রত্যাশিতভাবেই প্রথম মিনিট থেকে বেশিরভাগ সময় পজেশন রেখে আক্রমণের চেষ্টা করতে থাকে তারা। প্রথম আধা ঘণ্টায় গোলের জন্য সাতটি শটও নেয় দলটি, যদিও কেবল দুটিই লক্ষ্যে রাখতে পারে। অবশ্য সেগুলোতেও টটেনহ্যাম গোলরক্ষককে তেমন কোনো কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি তারা।
তবে, কোডি হাকপোর গোলে লিভারপুল ৩৪তম মিনিটে এগিয়ে যাওয়ার পর মাঠের চিত্র বদলাতে শুরু করে। আর দ্বিতীয়ার্ধে তো তাদের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি টটেনহ্যাম। এই সময় একে একে জালে বল পাঠান মোহামেদ সালাহ, দমিনিক সোবোসলাই ও ফন ডাইক।
শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয় পাওয়ায় অবশ্য খুব খুশি ফন ডাইক। এই আত্মবিশ্বাস নিয়ে এবার দৃষ্টি দিতে চান সামনের লড়াইয়ে।
“তবে, আজ রাতে আমরা যেভাবে এখানে জিতলাম সেটা দল ও ক্লাবের জন্য দারুণ। এখন আমরা এফএ কাপে মনোযোগ দিব।”
প্রিমিয়ার লিগের টেবিলে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে থাকা লিভারপুল আগামী রোববার মাঠে নামবে এফএ কাপে। প্রতিযোগিতাটির চতুর্থ রাউন্ডে তারা খেলবে দ্বিতীয় স্তরের দল প্লাইমাউথের বিপক্ষে।