শুরুতে পিছিয়ে যাওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতেছে কার্লো আনচেলত্তির দল।
Published : 20 Aug 2023, 01:38 AM
নতুন ক্লাবে মানিয়ে নিতে একটুও সময় লাগছে না জুড বেলিংহ্যামের। রাজত্ব করছেন মাঝমাঠে, সহায়তা করছেন আক্রমণে। মুন্সিয়ানা দেখাচ্ছেন ফিনিশিংয়ে। তার আরেকটি আলো ঝলমলে পারফরম্যান্সে আলমেরিয়াকে হারিয়েছে রেয়াল মাদ্রিদ।
প্রতিপক্ষের মাঠে শনিবার লা লিগার ম্যাচে ৩-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। জোড়া গোল করেন বেলিংহ্যাম, অবদান রাখেন ভিনিসিউস জুনিয়রের গোল। ম্যাচের শুরুতে আলমেরিয়াকে এগিয়ে নিয়েছিলেন রেয়ালের সাবেক মিডফিল্ডার সের্হিও আরিবাস।
নতুন মৌসুমে নিজেদের প্রথম দুই ম্যাচে জিতল স্পেনের সফলতম দল রেয়াল। গত মৌসুমে কোনোমতে লা লিগায় টিকে যাওয়া আলমেরিয়া হারল প্রথম দুই ম্যাচেই।
স্কোরলাইন যতটা বলসে, ম্যাচ ততটা সহজ ছিল না রেয়ালের জন্য। বল দখল, সুযোগ তৈরি ও গোলের জন্য শট নেওয়ার দিক থেকে কাছাকাছিই ছিল আলমেরিয়া। কিন্তু বেলিংহ্যাম, ভিনিসিউসদের ফিনিশিংয়ে সামর্থ্য ব্যবধান গড়ে দিয়েছে দুই দলের মধ্যে।
ঘরের মাঠে তৃতীয় মিনিটে এগিয়ে যায় আলমেরিয়া। টনি ক্রুসের ফ্রি কিক রুখে দিয়ে দ্রুত গতিতে পাল্টা আক্রমণে যায় স্বাগতিকরা। বাম উইং ধরে এগিয়ে আর্জেন্টাইন মিডফিল্ডার লুকাস রবের্তোনি দারুণ ক্রস বাড়ান ডি-বক্সে। গতিতে ক্রুসকে পেছনে ফেলে দারুণ হেডে জাল খুঁজে নেন সের্হেও আরিবাস।
গোল খুব একটা উদযাপন করেননি তিনি। নিজের সাবেক ক্লাবের সমর্থকদের কাছে এক রকম ক্ষমা চাওয়ার ইঙ্গিত করেন ২১ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার।
ষষ্ঠ মিনিটে কর্নার থেকে অহেলিয়া চুয়ামেনির চমৎকার হেড ঠেকিয়ে সমতা ফিরতে দেননি আলমেরিয়া গোলরক্ষক লুইস মাক্সিমিয়ানো।
গোল হজমের পর আলমেরিয়ার রক্ষণে প্রবল চাপ তৈরি করা রেয়াল সমতা ফেরায় ১৯তম মিনিটে। দানি কারভাহালের ক্রসে ফেদে ভালভেরদের হেডে ডি-বক্সে বিপজ্জনক জায়গায় বল পান বেলিংহ্যাম। ঠিক মতো রিসিভ করতে পারেননি তিনি, তবে স্প্যানিশ ডিফেন্ডার চুমির পায়ে লাগার পর বল ফিরে পেয়ে দারুণ ফিনিশিংয়ে সারেন বাকিটা।
আগের ম্যাচে রেয়ালের হয়ে লা লিগায় অভিষেকেও জালের দেখা পেয়েছিলন চলতি মৌসুমে সান্তিয়াগো বের্নাবেউয়ে যোগ দেওয়া বেলিংহ্যাম।
২৭তম মিনিটে এগিয়েও যেতে পারত রেয়াল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর আড়াআড়ি শট একটুর জন্য লক্ষ্যে থাকেনি।
৩৪তম মিনিটে ইদ্রিসু বাবার বুলেট গতির শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন রেয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিন। চার মিনিট পর রবের্তোনির দূরপাল্লার শট কোনোমতে ফিরিয়ে দেন তিনি। একটু পরে ব্যর্থ করে দেন লার্জি লামাজানির হেড।
৪১তম মিনিটে রবের্তোনির শট দারুণ রিফ্লেক্সে ঠেকিয়ে দেন লুনিন। আলগা বলে সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। তিন মিনিট পর রদ্রিগোর শট ঠেকিয়ে রেয়ালকে এগিয়ে যেতে দেননি গোলরক্ষক।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রামাজানির শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। তিন মিনিট পর ডি-বক্সের মাথা থেকে জালে বল পাঠান ক্রুস। কিন্তু বিল্ডআপের এক পর্যায়ে সের্হিও আকিয়েমেকে রিয়ালের কারভাহাল ফাউল করায় মেলেনি গোল। মনিটরে রিপ্লে দেখে ফাউলের বাঁশি বাজান রেফারি।
আক্রমণ-প্রতি আক্রমণে দারুণ উত্তেজনা ছড়ানো ম্যাচে ৬০তম মিনিটে এগিয়ে যায় রেয়াল। ক্রুসের চমৎকার ফ্রি কিকে ছুটে গিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন বেলিংহ্যাম। ইউরোপের সফলতম দলটির হয়ে দুই ম্যাচে ইংলিশ মিডফিল্ডারের গোল হল তিনটি।
৭১তম মিনিটে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিল আলমেরিয়া। আদ্রি এমবার্বার ক্রসে একটুর জন্য হেড লক্ষ্যে রাখতে পারেননি কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেস।
দুই মিনিট পর ব্যবধান আরও বাড়ায় রেয়াল। বেলিংহ্যামের কাছ থেকে ডি বক্সের মাথায় বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন ভিনিসিউস জুনিয়র। নতুন মৌসুমে এটাই তার প্রথম গোল।
এরপর বেশ কমে যায় খেলার গতি। তবে সুযোগ তৈরি করতে থাকে দুই দলই। তবে কোনোটাই কাজে লাগাতে পারেনি কেউ।