প্রিমিয়ার ডিভিশন হকি লিগে পঞ্চম জয় তুলে নিয়েছে ঊষা ক্রীড়া চক্র।
Published : 26 Mar 2024, 07:21 PM
গোলমুখে আলো ছড়ালেন আরশাদ হোসেন ও ইশরাত ইকতিদার। দুজনেই উপহার দিলেন হ্যাটট্রিক। প্রিমিয়ার ডিভিশন হকি লিগে বড় জয় তুলে নিল ঊষা ক্রীড়া চক্র।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার দিলকুশা স্পোর্টিং ক্লাবকে ১৬-৩ গোলে উড়িয়ে দেয় ঊষা। চলতি লিগে সাত ম্যাচে পঞ্চম জয় পেল তারা।
দলের জয়ে ইকতিদার ৪টি ও আরশাদ ৩টি গোল করেন। এছাড়া মাহবুব হোসেন ও ভারতের অনিকেত গৌরব জোড়া গোল করেন। তাসিন আলী, মো. সাদ্দাম, তাহের আলী, হাসান যুবায়ের নিলয় এবং রাজু আহমেদ তপু একবার করে পান জালের দেখা। দিলকুশার তিন গোলদাতা সাগর, জাবার ও ভারতের রাকেশ।
দ্বিতীয় মিনিটে আরশাদের ফিল্ড গোলে এগিয়ে যায় ঊষা। অনিকেত, ইকতিদার ব্যবধান আরও বাড়ানোর পর আরশাদ নিজের দ্বিতীয় গোলটি করলে প্রথম কোয়ার্টারেই স্কোরলাইন ৪-০ করে নেয় ২০১৪ সালের লিগের যুগ্ম চ্যাম্পিয়নরা।
৩৩তম মিনিটের গোলে ইকতিদার ও ৪০ তম মিনিটে আরশাদ পূরণ করেন হ্যাটট্রিক। ৩৪তম মিনিটে প্রথম গোলের দেখা পায় দিলকুশা, পরে আরও দুই গোল করে স্রেফ তারা হারের ব্যবধানই কমিয়েছে।