Published : 04 Nov 2022, 01:33 PM
গ্রুপ চ্যাম্পিয়ন হতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রয়োজন ছিল বড় জয়। তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও সে লক্ষ্য পূরণ করতে পারেনি এরিক টেন হাগের দল। তাতে তিনি এবং তার দল ভীষণ হতাশ।
ইউরোপা লিগে সোসিয়েদাদের মাঠে গত বৃহস্পতিবার 'ই' গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে ইউনাইটেড। গ্রুপের সেরা হতে তাদের জিততে হতো কমপক্ষে ২ গোলের ব্যবধানে।
ছয় ম্যাচে ৫টি করে জয়ে সমান ১৫ পয়েন্ট ইউনাইটেড ও সোসিয়েদাদের। তবে গোল পার্থক্যে এগিয়ে সেরা হয়েছে স্প্যানিশ ক্লাবটি।
ম্যাচের পর বিটি স্পোর্টকে টেন হাগ বলেন, তারা সবসময় সেরা হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামেন।
“সবসময় যা প্রাপ্য তা পাওয়া যায় না। নিঃসন্দেহে দুটি গোল না করতে পারায় আমরা হতাশ, কারণ আমাদের এটাই দরকার ছিল। আমরা সবসময় এক নম্বর হতে চাই এবং যখন তা পারি না, আমরা হতাশ হই।”
টেন হাগের দলের পরের ম্যাচ প্রিমিয়ার লিগে আগামী ৬ নভেম্বর, অ্যাস্টন ভিলার বিপক্ষে।