Published : 29 Apr 2025, 05:05 PM
বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে তথ্যপ্রযুক্তিনির্ভর বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে গঠিত হয়েছে বেসিস কোরিয়া ডেস্ক।
মঙ্গলবার এ ডেস্কের উদ্বোধনী আয়োজনে একে ‘একটি কৌশলগত প্ল্যাটফর্ম’ বলে উল্লেখ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। বাংলাদেশে সফটওয়্যার নির্মাতা ও তথ্যপ্রযুক্তি সেবাদাতাদের শীর্ষ এ সংগঠনটি একে দুই দেশের মধ্যে জ্ঞান বিনিময়, সহজে যৌথ উদ্যোগ গ্রহণ এবং বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক উভয় দেশের জন্য এর সুবিধাগুলি তুলে ধরে এই উদ্যোগ বিষয়ে উচ্ছাস প্রকাশ করেন।
“বেসিস কোরিয়া ডেস্ক আইসিটি সেক্টরে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান সমন্বয়ের একটি মাইলফলক। আমি আত্মবিশ্বাসী যে এই উদ্যোগ দুই দেশের তথ্যপ্রযুক্তি এবং সফটওয়্যার কোম্পানিগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারকরণ ও ব্যবসা সম্প্রসারণ এবং ব্যবসায়িক সহযোগিতা জোরদার করতে অত্যন্ত কার্যকারী ভূমিকা রাখবে।”
বেসিস কোরিয়া ডেস্কের চেয়ারম্যান এডওয়ার্ড কিম বলেন “এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে, বাংলাদেশ এবং কোরিয়া উভয় দেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান তাদের তথ্যপ্রযুক্তি সেক্টরে একটি পারস্পরিক ব্যবসায়িক শক্তিশালী সম্পর্ক তৈরি করতে সক্ষম হবে।”
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব ও অনুষ্ঠানের প্রধান অতিথি শীষ হায়দার চৌধুরী, এনডিসি বলেন, “দক্ষিণ কোরিয়ার ট্রিলিয়ন-ডলারের প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও শক্তিশালী ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) কৌশলগত সহযোগিতার জন্য একটি আদর্শ মডেল তৈরি করেছে।”
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বেসিস সহায়ক কমিটির সদস্য (অর্থ) ফৌজিয়া নিগার সুলতানা বলেন, “বেসিস কোরিয়া ডেস্ক-এর সদস্যরা বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে, “কোরিয়া ডে” পালন, কোরিয়ান বাজারে প্রবেশে নীতিগত সহায়তা, কোরিয়ান বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সেমিনার, প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন এবং তথ্যপ্রযুক্তি খাতে যৌথ উদ্যোগ বা ফ্র্যাঞ্চাইজিংয়ের সুযোগ।
বেসিস অডিটোরিয়ামে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির। এতে আরও উপস্থিতি ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব ড. মো: তৈয়বুর রহমান, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) কান্ট্রি ডিরেক্টর কিম তায়ইয়োং, কোরিয়ান কমিউনিটি ইন বাংলাদেশ-এর চেয়ারম্যান ইউ ইয়ং ওহ, বাংলাদেশ-কোরিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেবিসিসিআই) সভাপতি শাহাব উদ্দিন খান, বেসিস সহায়ক কমিটির সদস্যবৃন্দ, বেসিস সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।