লা লিগা
মোমেন্টাম ধরে রাখতে লা লিগার বাকি ম্যাচগুলো কাজে লাগাতে চান রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
Published : 13 May 2024, 10:20 PM
শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় লা লিগায় বাকি ম্যাচগুলো রেয়াল মাদ্রিদের জন্য স্রেফ আনুষ্ঠানিকতার। তবে কার্লো আনচেলত্তির কাছে ম্যাচগুলোর গুরুত্ব মোটেও কম নয়। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে দলের ছন্দ ধরে রাখতে লিগ ম্যাচগুলো কাজে লাগাতে চান রেয়াল মাদ্রিদ কোচ।
স্পেনের শীর্ষ লিগে রেয়ালের ৩৬তম শিরোপা নিশ্চিত হয়ে যায় চার ম্যাচ হাতে রেখে। চ্যাম্পিয়ন্স লিগে ১৫তম শিরোপা জয়ের লক্ষ্যে আগামী ১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে ইউরোপের সফলতম ক্লাবটি।
এই মৌসুমে লা লিগার আগে গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপও ঘরে তোলে রেয়াল। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তাদের সামনে মৌসুমে তৃতীয় ট্রফি জয়ের হাতছানি।
সেই প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার ঘরের মাঠে লিগ ম্যাচে আলাভেসের মুখোমুখি হবে রেয়াল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।
লিগ শিরোপা নিশ্চিত হওয়ার পর গত শনিবার গ্রানাদার বিপক্ষে নিয়মিতদের বেশ কয়েকজনকে বিশ্রাম দেন আনচেলত্তি। শুরুর একাদশে ১০টি পরিবর্তন এনেও ম্যাচটি ৪-০ গোলে জেতে তারা। ওই ম্যাচে বাইরে থাকা খেলোয়াড়রা আলাভেসের বিপক্ষে খেলাবেন বলে সোমবারের সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন আনচেলত্তি।
“মোমেন্টাম ধরে রাখার জন্য এই ম্যাচগুলোর সুবিধা আমাদের নিতে হবে। গ্রানাদার বিপক্ষে যাদের বিশ্রাম দেওয়া হয়েছিল, তারা আগামীকাল খেলবে। আমরা ছন্দে থাকতে এবং অনুপ্রেরণা পেতে এসব ম্যাচ কাজে লাগাব। আমাদের লক্ষ্য গোটা দলকে পূর্ণ শক্তিতে রাখা।”
গত ১৮ জানুয়ারি কোপা দেল রের শেষ ষোলোয় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হারের পর থেকে অপরাজিত আছে রেয়াল। লিগে তিন ম্যাচ বাকি থাকতে তাদের পয়েন্ট এখন ৯০, দ্বিতীয় স্থানে থাকা জিরোনার চেয়ে ১৫ পয়েন্ট বেশি।
ঠাসা সূচিতে এখন টানা ম্যাচ খেলতে হয় ফুটবলারদের। আলাভেস ম্যাচের পর খেলোয়াড়দের তাই কয়েকদিন বিশ্রাম দেওয়ার কথা জানালেন আনচেলত্তি।
“আলাভেসের বিপক্ষে খেলার পর খেলোয়াড়দের তিন দিনের বিশ্রাম দেব। তাহলে ফাইনালের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে আমাদের দুই সপ্তাহ সময় থাকবে, এমন কঠিন একটি মৌসুমের পর খেলোয়াড়দের বিশ্রাম দরকার।”