খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় ইংল্যান্ডে কাটানো ভিনসেন্ট কোম্পানি আবারও ফিরতে যাচ্ছেন ইংলিশ ফুটবলে। তবে এবার ফুটবলার নয়, কোচ হিসেবে। ম্যানচেস্টার সিটির সাবেক এই ডিফেন্ডার ও অধিনায়ককে নিয়োগ দিয়েছে বার্নলি।
Published : 15 Jun 2022, 12:08 AM
প্রিমিয়ার লিগ থেকে এবার ইংলিশ ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়া ক্লাবটি মঙ্গলবার কোম্পানিকে নতুন কোচ হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
ক্যারিয়ারে ১১ বছর ম্যানচেস্টার সিটিতে খেলে বেলজিয়ামের এই ডিফেন্ডার হয়ে ওঠেন ক্লাবটির কিংবদন্তি। চারটি প্রিমিয়ার লিগ সহ অনেক শিরোপা জয়ী তারকা ২০১৯ সালে যোগ দেন স্বদেশের ক্লাব অ্যান্ডারলেখটে। সেখানেই এক বছর খেলে দায়িত্ব নেন প্রধান কোচ হিসেবে।
৩৬ বছর বয়সী কোম্পানি বেলজিয়ান লিগের দল অ্যান্ডারলেখটের প্রধান কোচের দায়িত্বে ছিলেন গত দুই বছর। গত মাসেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি।
কোম্পানির কোচিংয়ে গত মৌসুমে লিগে তৃতীয় হয় অ্যান্ডারলেখট। ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা নিশ্চিতের পাশাপাশি বেলজিয়ান কাপের ফাইনালেও খেলে দলটি।
ব্যর্থতার দায়ে গত মৌসুমের শেষ দিকে ওই সময়ের কোচ শন ডাইসকে বরখাস্ত করে বার্নলি। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে মাঝের সময়ের কাজ করেন মাইক জ্যাকসন। এবার পাকাপাকিভাবে দায়িত্ব নিলেন কোম্পানি।