ইংলিশ ফুটবল
কোচের চাওয়া বুঝতে পেরে পারফরম্যান্সের উন্নতি করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার।
Published : 24 Dec 2024, 08:23 PM
ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড গড়ে চেলসিতে যোগ দেওয়ার পর শুরুতে ভুগছিলেন এনসো ফের্নান্দেস। তবে সাম্প্রতিক সময়ে তিনি দারুণ ছন্দে আছেন। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার বলছেন, কোচ এন্টসো মারেস্কার চাওয়া বুঝতে পেরে পারফরম্যান্সের উন্নতি করেছেন তিনি।
গত বছরের জানুয়ারিতে বেনফিকা থেকে ১২ কোটি ১০ লাখ ইউরোয় ফের্নান্দেসকে দলে টানে চেলসি। ব্রিটিশ ফুটবলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে যান তিনি।
সেই ছাপ তিনি রাখতে পারেননি তার পারফরম্যান্সে। ২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগে ১৮ ম্যাচে কোনো গোল করতে পারেননি, অ্যাসিস্ট করতে পারেন স্রেফ দুটি। ২০২৩-২৪ মৌসুমে লিগে ২৮ ম্যাচে ৩টি গোলের পাশাপাশি সহায়তা করেন ২টিতে।
এই মৌসুমে লিগে প্রথম সাত ম্যাচের ছয়টিতে শুরুর একাদশে থাকলেও আলো ছড়াতে পারেননি তিনি, অবদান রাখতে পারেননি একটি গোলেও। এতে জায়গা হারান শুরুর একাদশে।
তবে গত মাসে ফের শুরুর একাদশে ফেরার পর থেকে বেশ ছন্দে আছেন তিনি। লিগে সবশেষ সাত ম্যাচে গোল করেছেন ৩টি, অ্যাসিস্ট ৪টি।
ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে ২৩ বছর বয়সী ফুটবলার বললেন, কোচের সঙ্গে ভালো বোঝাপড়ার ফল পাচ্ছেন তিনি।
“যে পজিশনে আমাকে খেলতে হবে, তা বুঝতে পেরেছি। কোচ কী চান, সময়ের সঙ্গে সেই ধারণা পেয়েছি। তিনি (মারেস্কা) আমাকে ব্যাখ্যা করেছিলেন, তিনি কী চান এবং সেটা আমি বুঝতে পারছি, ম্যাচগুলো পড়তে পারছি।”
“ব্যক্তিগতভাবে আমি খুব ভালো অনুভব করছি। দল খুব দৃঢ় মানসিকতা দেখিয়েছে, সবসময় নম্রতার সঙ্গে কাজ করে দেখিয়েছে যে, দারুণ কিছু অর্জন করা সম্ভব। এখনও অনেক পথ যেতে হবে।”
২০২৩-২৪ মৌসুমে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়ে লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগে তোলা মারেস্কা চেলসির দায়িত্ব নেন গত জুনে। মাওরিসিও পচেত্তিনোর স্থলাভিষিক্ত হন তিনি।
নিজেদের পরের ম্যাচে আগামী বৃহস্পতিবার লিগে ফুলহ্যামের মুখোমুখি হবে চেলসি। ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে মারেস্কার দল। এক ম্যাচ কম খেলা লিভারপুলের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছে তারা।