দীর্ঘ দিনের সতীর্থ ও কাছের বন্ধু আনহেল দি মারিয়ার বিদায়ী আয়োজনে বিশেষ বার্তা প্রেরণ করেন লিওনেল মেসি।
Published : 06 Sep 2024, 07:28 PM
আর্জেন্টিনার সব ফুটবলারের গায়ে ‘১১’ নম্বর জার্সি৷ সামনে বড় পর্দায় এই ১১ নম্বর জার্সি গায়ে ফুটবল মাতানো আনহেল দি মারিয়ার ক্যারিয়ারের নানান অর্জন। কিছুক্ষণ পর ভিডিওবার্তা দিলেন লিওনেল মেসি৷ সব কিছু দেখে আবেগাপ্লুত হয়ে পড়লেন দি মারিয়া।
বুয়েনস এইরেসের স্তাদিও মনুমেন্তালে শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। ঘরের মাঠে ম্যাচের আগে বিশেষ আয়োজনে দি মারিয়াকে বিদায় জানানো হয়।
দলের ওয়ার্ম-আপ শুরুর আগে পরিবারের সদস্যদের নিয়ে মাঠে নামেন দি মারিয়া। জাতীয় দলের হয়ে তার সেরা সব মুহূর্তগুলো দেখানো হয় বড় পর্দায়। একটি খোলা চিঠি পড়ে শোনান দি মারিয়ার মেয়ে মিয়া মারিয়া।
এসময় আর্জেন্টিনার সব ফুটবলারের গায়ে ছিল দি মারিয়ার জার্সি৷ যেখানে থাকতে পারতেন মেসিও। চোট পুনর্বাসনে যুক্তরাষ্ট্রে থাকায় এই বিদায়ী আয়োজনে সশরীরে থাকা হয়নি আর্জেন্টিনা অধিনায়কের।
তবে দীর্ঘ দিনের সতীর্থ ও কাছের বন্ধুর জন্য ভিডিওবার্তা দেন আটবারের ব্যালন দ'র জয়ী।
“আমি খুবই দুঃখিত, তোমার বিশেষ উপলক্ষের সময়টাতে থাকতে পারলাম না। আশা করি, পরিবার ও কাছের মানুষদের নিয়ে তুমি এই রাতটি উপভোগ করেছ। তুমি আমাদের যা দিয়েছ, এই সম্মাননা তোমার প্রাপ্য।”
“ব্যক্তিজীবনে আমাদের যা কিছু বলার ছিল, আমরা একে অপরকে বলেছি। একসঙ্গে এত বছর কাটাতে পারার সৌভাগ্য হয়েছে আমাদের। কে ভেবেছিল, জাতীয় দলে আমাদের যা কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে, যেমন অভিজ্ঞতা হয়েছে, সেগুলো সব ছাপিয়ে আমরা প্রতিটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারব। উপভোগ করো, কারণ এটি তোমার প্রাপ্য। আমরা তোমাকে অনেক মিস করব।”
গত জুলাইয়ে কোপা আমেরিকা ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন দি মারিয়া। ওই ম্যাচের পর চিলির বিপক্ষেই প্রথম ঘরের মাঠে খেলতে নামে আর্জেন্টিনা।