ইংলিশ ফুটবল
একটি পয়েন্ট মিললেও, এভারটনের সঙ্গে এই ড্র লিভারপুল অধিনায়ক ফন ডাইকের কাছে হারের সমতুল্য।
Published : 13 Feb 2025, 03:37 PM
শেষের আগমুহূর্তে লিভারপুলের জালে বল জড়াতেই পাল্টে যায় পুরো দৃশ্যপট। সবকিছু যেন নিমেষেই উত্তপ্ত হয়ে ওঠে। শেষের বাঁশি বাজতেই যা চরম আকার ধারণ করে। যার শেষটা হয় তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে, বহিষ্কৃত হন চার জন। এমন উত্তেজনাপূর্ণ লড়াইয়ের শেষটা এভাবে হওয়ায় মানতে পারছেন না লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক। সরাসরি রেফারি মাইকেল অলিভারকে দুষলেন তিনি।
চলতি মৌসুম শেষে গুডিসন পার্ক ছেড়ে যাচ্ছে এভারটন। ইংলিশ ফুটবলের অনেক ইতিহাসের সাক্ষী এই মাঠের সবশেষ মার্সিসাইড ডার্বিটি বুধবার ২-২ গোলে ড্র হয়েছে।
নাটকীয়তায় ভরা লড়াইয়ের শুরুতেই বেতোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। খানিক বাদেই অবশ্য আলেক্সিস মাক আলিস্তেরের গোলে সমতায় ফেরে লিভারপুল। দ্বিতীয়ার্ধে মোহামেদ সালাহর গোলে এগিয়ে গিয়ে জয়ের সুবাসও পাচ্ছিল তারা।
কিন্তু যোগ করা সময়ের অষ্টম মিনিটে তাদের সেই আশা ভেস্তে যায় জেমস তার্কোভস্কির গোলে।
এরপর আর পাল্টা আক্রমণ শাণানোর সময় পায়নি লিভারপুল। কয়েক সেকেন্ড পরই ম্যাচের ইতি টেনে দেন রেফারি। এরপরই দেখা মেলে ওই অপ্রীতিকর ঘটনার, অবশ্য তার্কোভস্কির ওই গোলের পরই যার শুরুটা হয়েছিল।
সমতাসূচক গোলের পর লিভারপুলের দর্শকসারির সামনে গিয়ে উদযাপন করেন দুকুরে, যা তাতিয়ে দেয় লিভারপুলের কার্টিস জোন্সকে, রেগে গিয়ে প্রতিবাদ জানান তিনি। আর ম্যাচ শেষ হতে শুরু হয় হাতহাতি, তাতে যোগ দেন দুই দলের বেঞ্চের খেলোয়াড়রা।
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে স্টেডিয়ামে নিয়োজিত পুলিশ ও অন্যান্য কর্মীরা এগিয়ে যান।
এই ঘটনার জন্য দুই দলের দুই খেলোয়াড় দুকরে ও জোন্সকে দ্বিতীয় হলুদ কার্ড এবং লিভারপুলের প্রধান কোচ আর্না স্লট ও সহকারী সিপকে হুলশফকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় প্রতিপক্ষের ওভাবে গোল উদযাপনের ঘটনার দিকে দৃষ্টি দেন ফন ডাইক।
“আমরা সবাই দেখেছি কিভাবে তারা গোলটা উদযাপন করেছে, তাদের সেই অধিকার অবশ্য আছে। কিন্তু আমার মতে, দুকুরে আমাদের সমর্থকদের উত্তেজিত করতে চেয়েছিল এবং কার্টিস ভেবেছিল এটা ঠিক নয়।”
“আর অমনভাবে সবাই বিবাদে জড়িয়ে পড়লে কী হয়, আমরা জানি। আমার মতে, পরিস্থিতি রেফারির নিয়ন্ত্রণে ছিল না এবং তাকে সেটা আমি বলেছিও। দুই দলকেই এর ফল ভোগ করতে হয়েছে। আমরা একটি পয়েন্ট পেয়েছি এবং এগিয়ে যাব।”
একটি পয়েন্ট মিললেও, ফন ডাইকের কাছে এই ড্র হারের সমতুল্য।
“কারণ এটা অতিরিক্ত সময়ে গিয়ে ঘটেছে এবং আমার মনে হয় এই ম্যাচে রেফারির বড় ভূমিকা আছে। বিশেষ কিছু চ্যালেঞ্জের ঘটনায় আমাদের বিপক্ষে ফাউল দেওয়া হয়েছে, (উল্টোদিকে) আবার কিছু ক্ষেত্রে হয়নি।”
“এই বছর তাদেরকে শেষ দিকে গোল করতে দেখা যাচ্ছে এবং এটা তাদের জন্য অনেক বড় এক প্রেরণা হবে, কিন্তু আমাদের জন্য বড় একটা ধাক্কা।”
অবশ্য এই এক পয়েন্টেই লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে আরেকটু এগিয়ে গেল লিভারপুল। ২৪ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ৭ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আর্সেনাল।
২৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে ডেভিড ময়েসের এভারটন।