কাবাডি
নেপালের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ ৪-১ ব্যবধানে জিতে শেষ করল বাংলাদেশ জাতীয় কাবাডি দল।
Published : 28 Feb 2025, 08:39 PM
সিরিজ জয় নিশ্চিত হয়েছিল আগেই। অপেক্ষা ছিল শেষটা রাঙানোর। দাপুটে জয়েই লক্ষ্য পূরল করল বাংলাদেশ। পাঁচ টেস্টের কাবাডি সিরিজের শেষ ম্যাচে নেপালকে উড়িয়ে দিল স্বাগতিকরা।
পল্টনে শুক্রবার সিরিজের শেষ ম্যাচে নেপালকে ৪৫-২৭ পয়েন্টে উড়িয়ে দেয় বাংলাদেশ। সিরিজ শেষ করল ৪-১ ব্যবধানে জিতে।
নেপালের বিপক্ষে ৫৩-২৯ ব্যবধানে জিতে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তাদের ৪৫-৪২ পয়েন্টে হারিয়ে সমতা ফিরিয়েছিল সফরকারীরা। তৃতীয় ম্যাচে ৪২-৩৭ পয়েন্টে জিতে এগিয়ে যাওয়া বাংলাদেশ চতুর্থ ম্যাচে ৪৯-২৪ ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করে।
৫১ বছর পর এই প্রথম কাবাডি টেস্ট সিরিজ খেলল বাংলাদেশ। দারুণ প্রাপ্তিই সঙ্গী হলো তাদের।
শুরু থেকে নেপালকে চেপে ধরে ১০ মিনিটের মধ্যে লোনা সহ চার পয়েন্ট পেয়ে এগিয়ে যায় মিজান, দিপায়নরা। ১৯-১৫ পয়েন্টে এগিয়ে বিরিততে যায় তারা। দ্বিতীয়ার্ধেও দাপুটে পারফরম্যান্স ধরে রাখে বাংলাদেশ।
পঞ্চম ম্যাচের ও সিরিজ সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মিজানুর রহমান। সেরা রেইডার নেপাল দলের অধিনায়ক রোকা মাগার। যৌথভাবে সেরা ক্যাচার হয়েছেন বাংলাদেশ দলের রোমান ও নাসির।