স্প্যানিশ ফুটবল
যুক্তরাষ্ট্র সফরে দুই ম্যাচে তিন গোল করেছেন তরুণ এই স্প্যানিশ স্ট্রাইকার।
Published : 04 Aug 2024, 05:25 PM
প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে যুক্তরাষ্ট্র সফরে দারুণ ছন্দে আছেন পাউ ভিক্তর। প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে একটি গোল করেন এই স্ট্রাইকার। ক্লাসিকোয় রেয়াল মাদ্রিদের বিপক্ষে জোড়া গোল করে বার্সেলোনার জয়ের নায়ক তিনিই। গত মৌসুমে বার্সেলোনা ‘বি’ দলের হয়ে খেলা ২২ বছর বয়সী এই ফুটবলারকে নতুন মৌসুমে মূল দলের সঙ্গে রাখার ইঙ্গিত দিলেন কোচ হান্সি ফ্লিক।
নিউ জার্সিতে বাংলাদেশ সময় রোববার সকালের প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রেয়ালকে ২-১ গোলে হারায় বার্সেলোনা।
ম্যাচের ৪২তম মিনিটে কাছ থেকে হেডে গোল করে দলকে এগিয়ে নেন ভিক্তর। ৫৪তম মিনিটে কাছ থেকে স্লাইডে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এছাড়া তার দুটি প্রচেষ্টা দারুণভাবে ফিরিয়ে দেন গোলরক্ষক। ৮২তম মিনিটে রেয়ালের একমাত্র গোলটি করেন নিকো পাস।
প্রথম ম্যাচে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে মূল ম্যাচে ২-২ ড্রয়ের পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জেতে বার্সেলোনা। ওই ম্যাচে দলের প্রথম গোলটি করেন ভিক্তর।
জিরোনা থেকে ধারে গত মৌসুমে বার্সেলোনা ‘বি’ দলের হয়ে খেলে ৩৯ ম্যাচে ২০ গোল করেন এই তরুণ। সম্প্রতি তাকে পাকাপাকিভাবে কিনে নেয় বার্সেলোনা।
প্রথম দলের ১০ জনকে ছাড়াই যুক্তরাষ্ট্র সফরে গেছে বার্সেলোনা। সুযোগ পেয়েছেন তাই ভিক্তরের মতো প্রতিভাবান কয়েকজন তরুণ। মূল খেলোয়াড়রা ফিরলে তাদের সবাই হয়তো সুযোগ পাবে না দলে। ক্লাসিকোর পর ভিক্তরের প্রসঙ্গে ফ্লিক বললেন, সবার জন্যই মূল দলের দরজা খোলা।
“দুই ম্যাচ, তিন গোল, খারাপ নয়। সে জানে, কীভাবে গোল করতে হয় আর তা একজন স্ট্রাইকারের জন্য ভালো ব্যাপার। মূল দলের দরজা সবসময় খোলা।”
যুক্তরাষ্ট্র সফরে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে বাল্টিমোরে এসি মিলানের মুখোমুখি হবে ফ্লিকের দল।