চ্যাম্পিয়ন্স লিগ
চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে জায়গা করে নিতে শেষ আটের ফিরতি লেগেও জয়ের বিকল্প দেখেন না সিমোনে ইনজাগি।
Published : 09 Apr 2025, 05:36 PM
আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখের অজেয় যাত্রা থামিয়ে দারুণ এক জয় তুলে নেওয়ার উচ্ছ্বাস সঙ্গী ইন্টার মিলানের। তবে পা মাটিতেই রাখছেন সিমোনে ইনজাগি। জার্মান জায়ান্টদের নিয়ে সতর্ক ইতালিয়ান ক্লাবটির কোচ বলেছেন, এখনও অনেক কাজ বাকি তাদের।
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার বায়ার্নকে তাদের মাঠেই ২-১ গোলে হারায় ইন্টার। তাতে থামে ঘরের মাঠে জার্মানির দলটির ২২ ম্যাচের অপ্রতিরোধ্য পথচলা।
৩৮তম মিনিটে লাউতারো মার্তিনেসের গোলে এগিয়ে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধের অনেকটা সময়ও ব্যবধান ধরে রাখে তারা। কিন্তু নির্ধারিত সময় শেষের ৫ মিনিট আগে সমতা টানেন বায়ার্নের অভিজ্ঞ ফুটবলার টমাস মুলার।
জয়ের আশায় লাগা ধাক্কা বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি ইন্টার। তিন মিনিট পরই জালের দেখা পান তাদের বদলি নামা মিডফিল্ডার দাভিদে ফ্রাত্তেসি। শেষ পর্যন্ত এই গোল আগলে রেখে সেমি-ফাইনালের পথে এক পা এগিয়ে যাওয়ার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
ফিরতি লেগে সান সিরোয় বায়ার্নের মুখোমুখি হবে ইন্টার। ঘরের মাঠে নামার আগে স্বাভাবিকভাবেই প্রতিপক্ষের ডেরা থেকে জিতে ফেরার আত্মবিশ্বাস সঙ্গে থাকবে তাদের। তবে ইনজাগি ভাবতে চান না এসব কিছু। শেষ চারে জায়গা করে নিতে পরের লেগেও জয়ের বিকল্প দেখেন না তিনি।
“আমাদের খেলায় তীব্রতা ছিল এবং এটাই আমাদের আনন্দ দিয়েছে। বায়ার্নের পরিসংখ্যান আমরা জানি, তাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এক জয় তুলে নিয়েছি। তবে সান সিরোয় ফিরতি লেগে আমাদের সমর্থকদের সামনেও এটা (জেতা) করতে না পারলে, আজকের জয়ে কিছু যায় আসে না।”
“আমরা জানি লড়াইয়ের কেবল অর্ধেক হলো, দ্বিতীয় ভাগ হবে সান সিরোয়। বায়ার্ন খুবই শক্তিশালী দল, তবে ইন্টার দৃঢ়তা, সাহস ও আগ্রাসনে তাদের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করেছে।”
আগামী ১৬ এপ্রিল ফিরতি লেগে মাঠের লড়াইয়ে নামবে ইন্টার ও বায়ার্ন। জয়ী দল সেমি-ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা কিংবা বরুশিয়া ডর্টমুন্ডের।