আন্তর্জাতিক ফুটবল
দলের সেরা খেলোয়াড়ের ছন্দ হারানোর পেছনে ‘শারীরিক ও মানসিক’ উভয় কারণই দেখছেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।
Published : 15 Nov 2024, 04:57 PM
তারুণ্যেই নামের পাশে তারকা তকমা জুড়ে যাওয়া, বয়স ২০ বছর পূর্ণ হওয়ার আগেই বিশ্বকাপ জয়ের স্বাদ, সেরাদের কাতারে উঠে আসা-সবকিছু কী দুর্দান্তভাবেই না চলছিল কিলিয়ান এমবাপের। কিন্তু ঠিকানা বদলের পর থেকে তার চেনা রূপটা আর দেখা যাচ্ছে না। বাদ পড়েছেন জাতীয় দল থেকেও! দলের সেরা খেলোয়াড়ের এভাবে ছন্দ হারানোর পেছনে কারণ খুঁজে পেয়েছেন দিদিয়ে দেশম। ফরাসি কোচ মনে করেন, ‘শারীরিক ও মানসিক’ উভয় কারণেই এমবাপে মেলে ধরতে পারছেন না নিজেকে।
দীর্ঘদিনের আলোচনা ও গুঞ্জন শেষে গত জুনে পিএসজি ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপে। স্প্যানিশ ক্লাবটিতে তাকে ঘিরে প্রত্যাশার মাত্রা অনেক বেশি। তবে এখন পর্যন্ত তেমন আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি তিনি।
রেয়ালের সবশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে অসংখ্য সুযোগ হারিয়ে সমালোচনার মুখেও পড়েছেন ২০১৮ সালের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। গোল পাননি ক্লাবের সবশেষ চার ম্যাচে। নিজেকে খুঁজে ফেরার লড়াইয়ে থাকা এই খেলোয়াড়কে তাই ইসরায়েল ও ফ্রান্সের বিপক্ষে নেশন্স লিগ ম্যাচের দলে রাখেননি কোচ দেশম।
অধিনায়ক এমবাপে ও আক্রমণভাগের আরেক ভরসা চোটাক্রান্ত উসমান দেম্বেলেকে ছাড়া খেলতে নেমে হোঁচট খেয়েছে নেশন্স লিগের সাবেক চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার রাতে ইসরায়েলের বিপক্ষে আক্রমণে পুরোটা সময় আধিপত্য করেও ফিনিশিংয়ের ব্যর্থতায় গোলশূন্য ড্র করে তারা।
ম্যাচ শেষে দেশমের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, এমবাপের দলে না থাকা নিয়ে। এর আগে তাকে নিয়ে ‘অতিরিক্ত ঘাটাঘাটি’ না করতে অনুরোধ করলেও, এবার সরাসরিই উত্তর দিলেন বিশ্বকাপজয়ী কোচ দেশম।
“এটা সত্যি যে, সে কঠিন সময় পার করছে। অবশ্যই সে এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা তার ক্যারিয়ারের সুখকর অধ্যায় নয়।”
ঊরুর ছোট্ট সমস্যার কারণে গত মাসের আন্তর্জাতিক বিরতিতেও দলে ছিলেন না এমবাপে। এবার অবশ্য খেলতে চেয়েছিলেন তিনি। তাকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়ার কারণ জানালেন দেশম।
“সে আসতে চেয়েছিল। আমার মনে হয়েছে, এই মুহূর্তে তার (দলে) না থাকাটাই ভালো। সবাই কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে পারে। (বর্তমানে তার ছন্দহীনতার পেছনে) শারীরিক সমস্যা আছে ও মানসিক কারণও আছে।”
কেবল ক্লাবের হয়েই নয়, জাতীয় দলেও অনেকদিন সেরা ফর্মে দেখা যায়নি এমবাপেকে। দেশের হয়ে সবশেষ সাত ম্যাচে তার গোল মাত্র একটি। আন্তর্জাতিক ফুটবলে তার মোট গোল ৪৮টি, সবশেষটি এসেছিল গত জুনে।
ইসরায়েলের বিপক্ষে ঘরের মাঠে ড্রয়ের পরও প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে ফ্রান্সের। নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে তারা।
পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের দ্বিতীয় স্থানে আছে তারা। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালি।
গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আগামী রোববার মুখোমুখি হবে ইতালি ও ফ্রান্স।