বিশ্বকাপ বাছাই
একাদশে নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
Published : 25 Mar 2025, 05:21 PM
চোট থেকে সেরে উঠেছেন রদ্রিগো দে পল। ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এই মিডফিল্ডারকে পাওয়া যাবে, নিশ্চিত করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
চলতি মাসের বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে লিওনেল মেসি-লাউতারো মার্তিনেস-পাওলো দিবালা ছাড়া আরও কয়েকজনকে পাচ্ছে না আর্জেন্টিনা। গত শনিবার উরুগুয়ের বিপক্ষে খেলতে পারেননি রদ্রিগো দে পলও।
খর্বশক্তির দল নিয়েও উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে দেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের দুয়ারে এখন দলটি। পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে হার এড়াতে পারলেই নিশ্চিত হয়ে যাবে তাদের বৈশ্বিক আসরে খেলার টিকেট।
ঘরের মাঠে বুধবার ‘সুপারক্লাসিকো’ ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। মাঠের লড়াই শুরু বাংলাদেশ সময় সকাল ৬টায়।
আগের দিন সংবাদ সম্মেলনে স্কালোনি নিশ্চিত করেন, গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে শুরু থেকে বিশ্বকাপজয়ী দে পলকে পাওয়া যাবে। শুরুর একাদশে আরও কিছু পরিবর্তন আনার আভাসও দিয়েছেন কোচ।
“আমি অবশ্য এই বিষয়ে (শুরুর একাদশ) নিশ্চিত করতে পারছি না, তবে রদ্রিগো দে পলকে নিয়ে প্রায় আগের ম্যাচের মতোই হবে একাদশ। একটি বা দুটি পরিবর্তন আনা যায় কিনা, সেটা আমরা দেখব।”
“গতকাল আমরা খুব কম অনুশীলন করেছি, কারণ যারা চ্যারিটি ম্যাচ খেলেছে এবং যারা উরুগুয়ের বিপক্ষে খেলেছে, তাদের মধ্যে কাজের ভারসাম্য আনার জন্য। গতকাল আমরা কম অনুশীলন করেছি এবং আজ আমরা বড় পরিসরে যাব এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১৩ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে একুয়েডর।
সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে আছে ব্রাজিল।