Published : 06 May 2025, 04:28 PM
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাহাঙ্গীর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত মঙ্গলবার এ আদেশ দেয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।
এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, হারুন অর রশীদ, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ ব্যক্তিরা দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। হারুন অর রশিদের ঘনিষ্ঠদের মধ্যে ‘অন্যতম’ জাহাঙ্গীর হোসেনের বেশ কিছু সম্পদ ক্রোক করা হয়েছে।
‘বিশ্বস্ত সূত্রের’ বরাতে দুদক বলছে, জাহাঙ্গীর হোসেন সপরিবারে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে জাহাঙ্গীর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
এর আগে গত ২৪ এপ্রিল জাহাঙ্গীর হোসেনের ঢাকার একটি ফ্ল্যাট ও ১৮ কাঠার তিনটি প্লট জব্দের আদেশ দেয় একই আদালত।