বাংলাদেশ প্রিমিয়ার লিগ
বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে হোঁচটে বসুন্ধরা কিংসের প্রিমিয়ার লিগ শিরোপা বুঝে পাওয়ার উৎসব ঠিক বাঁধনহারা হলো না।
Published : 18 May 2024, 08:37 PM
গ্যালারিতে লাল জার্সির চেনা স্রোত। সমর্থকদের সামনে এগিয়েও গেল বসুন্ধরা কিংস। কিন্তু দ্বিতীয়ার্ধে দুই গোল করে দারুণ চমকের ইঙ্গিত দিল বাংলাদেশ পুলিশ এফসি, শেষ পর্যন্ত যদিও পেরে উঠল না তারা। কিংসও পারল না জয়ের ধারায় থাকতে।
প্রিমিয়ার লিগের টানা পঞ্চম শিরোপা আগেই নিশ্চিত করেছিল কিংস। শনিবারের ম্যাচটি ছিল নিজেদের মাঠে, সমর্থকদের সামনে ট্রফি বুঝে নেওয়ার ক্ষণ। কিন্তু এমন মাহেন্দ্রক্ষণ তারা রাঙাতে পারল না জয়ের রঙে। কিংস অ্যারেনায় দুই দলের ম্যাচটি হলো ২-২ ড্র।
শুরু থেকে রক্ষণ জমাট রেখে খেলতে থাকে পুলিশ। তাদের প্রতিরোধের দেয়ালে চিড় ধরে প্রথমার্ধের শেষ দিকে। তিন ডিফেন্ডারের ফাঁক দিয়ে শেখ মোরসালিনের দারুণ থ্রু পাস ধরে বক্সে আড়াআড়ি ক্রস বাড়ান দোরিয়েলতন, হেডে জালে বল পাঠান এমফোন উদোহ।
দ্বিতীয়ার্ধে পুলিশ চেপে ধরে কিংসকে। ৫০তম মিনিটে বক্সের ঠিক ওপর থেকে আচমকা শটে লক্ষ্যভেদ করেন মাহাদি ইউসুফ খান। সমতার স্বস্তি ফেরে আগের ম্যাচে আবাহনীর বিপক্ষে ১-১ ড্র করে আসা পুলিশের তাঁবুতে।
৬৯তম মিনিটে এমএস বাবলুর থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে নিয়ন্ত্রণে নেন এদুয়ার্দ মোরিও। কোনাকুনি শটে জাল খুঁজে নেন ভেনেজুয়েলার এই ফরোয়ার্ড। পুলিশের ডাগআউটে শুরু হয় উল্লাস।
অবশ্য তাদের আনন্দের স্থায়ীত্ব ছিল মাত্র দুই মিনিট। রবসন দি সিলভা রবিনিয়োর পাস ধরে বক্সের ভেতর থেকে নিখুঁত শটে সমতা ফেরান আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো।
বাকি সময়ে একাধিক সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি কিংস। টানা ছয় জয়ের পর ফের ড্র করল অস্কার ব্রুসনের দল। শেষের বাঁশি বাজতেই গ্যালারিতে শুরু হয় সমর্থকদের উৎসব। রঙিন ধোঁয়া উড়িয়ে, নেচে-গেয়ে উদযাপন করল শিরোপা।
১৬তম রাউন্ড শেষে ১৩ জয় ও দুই ড্রয়ে ৪১ পয়েন্ট কিংসের। সমান ২৯ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে মোহামেডান ও আবাহনী। লিগের বাকি আর দুই রাউন্ড।
দিনের অন্য ম্যাচে, রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফর্টিস একাডেমির বিপক্ষে গোলশুন্য ড্র করেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।