নারী ফুটবল
সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করে আসা বাংলাদেশ নারী দলের সাথে নানা বিষয় নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি।
Published : 03 Mar 2025, 08:17 PM
সংযুক্ত আরব আমিরাত সফরে দুই ম্যাচে হার সত্ত্বেও আফঈদা-আইরিন-রিপাদের পারফরম্যান্সে খুশি তাবিথ আউয়াল। দুবাই সফর শেষ করে দেশে ফেরা নারী ফুটবলারদের সাথে কথা বলে এই সন্তুষ্টি জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি। ক্যাম্প থেকে ছুটি দিয়েছেন মেয়েদের। পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন সামনের ব্যস্ত সূচিও।
সদ্য শেষ হওয়া সফরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই প্রীতি ম্যাচেই ৩-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। দেশে ফেরা মেয়েদের সাথে সোমবার বাফুফে ভবনে কথা বলেন তাবিথ। তাদের কাছে সফরের পারফরম্যান্স, খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে প্রশ্ন করেন তিনি।
এই সফরে অধিনায়কের দায়িত্ব পালন করা আফঈদা খাতুন বলেছেন, একটু ‘স্নায়ুর চাপ’ অনুভব করার কথা। গোলের একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে না পারার হতাশাও অকপটে বলেছেন তিনি। সব শুনে অভয় দিয়েছেন তাবিথ।
“সামনে ব্যস্ত সূচি আছে। এশিয়ান গেমস আছে, এএফসির টুর্নামেন্টগুলো আছে। এ বছরই মাঠে গড়াবে দক্ষিণ এশিয়ান গেমস। তোমাদের জন্য আমাদের যা করণীয়, সেটা আমরা করব।”
২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি উইমেন’স এশিয়ান কাপ। এই আসরের বাছাই এ বছর ২৩ জুন থেকে ৫ জুলাইয়ে অনুষ্ঠিত হবে। এ বছর ডিসেম্বরে হবে দক্ষিণ এশিয়ান গেমস। এ উপলক্ষে ঈদ-উল-ফিতরের পর থেকে ফের ক্যাম্প শুরুর পরিকল্পনা বাফুফের।
ঈদের পর শুরু হওয়া ক্যাম্পে ‘বিদ্রোহ’ করে দলের বাইরে থাকা ১৮ জনের ঠাঁই হবে কিনা, তা নিয়ে সংশয় আছে। যদিও কিছুদিন আগে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন, বিদ্রোহের অবসানের কথা।
শেষ পর্যন্ত সাবিনা-মাসুরা-মারিয়াদের ভাগ্যে কী হবে, সে বিষয়ে পরিষ্কার কিছু বলেননি তাবিথ। তবে ঈদের পরে শুরু হওয়া ক্যাম্পে ৫৫ জনকে ডাকা হবে, বলেছেন বাফুফে সভাপতি।
“তোমাদের জন্য আমাদের ফোরাম সবসময় উন্মুক্ত থাকবে। কারও যদি কিছু বলার থাকলে তোমরা বলবে। আমরা কদিন পরে জানাব, কবে ক্যাম্প আবার শুরু করব। আমরা কিন্তু পুরো ৫৫ জনের স্কোয়াড নিয়ে ক্যাম্প শুরু করব।”
“ওখান থেকে অনেকেই ম্যাচ খেলবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে। যদি সেখানে আমরা কোয়ালিফাই করি, তাহলে পরের (বছর) মার্চেই কিন্তু খেলা। না হলে এশিয়ান গেমস আছে। এই দলের জন্য খেলা কিন্তু বন্ধ নেই। আগামী দুই বছরের ক্যালেন্ডারে অনেক খেলা।”