সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস
সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৯ বিভাগে রুপা জিতে এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে খেলার টিকেট পেয়েছেন রামহিম-নাফিজরা।
Published : 28 May 2024, 11:29 PM
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে হেরে শুরু করলেও পরের ম্যাচগুলোয় প্রত্যাশিত জয় পেলেন রামহিম-নাফিজরা। সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে রুপা জিতে এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ খেলা নিশ্চিত করল বাংলাদেশ।
শ্রীলঙ্কার ক্যান্ডিতে এই যুব চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৯ বিভাগে (বালক) রুপা জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২ সেটে হারের পর তিন ম্যাচ জিতেছে তারা।
পাকিস্তানকে ৩-০ সেটে, মালদ্বীপকে ৩-০ সেটে ও গতবারের চ্যাম্পিয়ন নেপালকে ৩-০ সেটে হারিয়ে এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী ৩০ জুন থেকে ৬ জুলাই চীনের চংকুইংয়ে অনুষ্ঠিত হবে ২৮তম এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ।
এশিয়ার ৪৩টি দেশের জন্য পাঁচটি অঞ্চল রয়েছে, এই পাঁচ অঞ্চলের ১০টি ও গতবারের সেমি-ফাইনালিস্ট (অনূর্ধ্ব ১৯ বালক) চারটি দল চীন, জাপান, কোরিয়া ও ভারত খেলবে এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে।
বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দলের হয়ে শ্রীলঙ্কায় খেলেছেন রামহিম লিওন বম, নাফিজ ইকবাল, আবুল হাসান হাসিব ও জুয়েল রানা জয়।