বিশ্বকাপ বাছাই
উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে দলের সবচেয়ে বড় তারকাকে পাচ্ছে না আর্জেন্টিনা।
Published : 17 Mar 2025, 10:00 PM
মেজর লিগ সকারে দুর্দান্ত এক গোল করে লিওনেল মেসি জানিয়ে দিলেন উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে আসন্ন চ্যালেঞ্জের জন্য তিনি প্রস্তুত। কিন্তু আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ওই ম্যাচেই পেলেন চোট, তাতে জাতীয় দল থেকে ছিটকে গেলেন আর্জেন্টিনা অধিনায়ক।
লম্বা সময় অপেক্ষার পর সোমবার বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
বাংলাদেশ সময় সোমবার সকালে হওয়া ইন্টার মায়ামির ম্যাচের পুরো ৯০ মিনিটই খেলেন মেসি। পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানের জয়ে তিনিই দারুণ গোলে সমতায় ফেরান দলকে।
যুক্তরাষ্ট্রের দলটির হয়ে মাঝে তিন ম্যাচ না খেলা মেসি পেশিতে সমস্যা অনুভব করায় তাকে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দুটির জন্য দলে রাখেননি স্কালোনি। সমস্যা যেন আরও খারাপের দিকে মোড় না নেয় এবং চিড়ের দিকে না যায়, তার জন্য আপাতত মায়ামিতেই থাকবেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।
মেসিকে নিয়েই গত ২ মার্চ ৩৩ জনের প্রাথমিক দল দিয়েছিলেন আর্জেন্টিনা কোচ।
তার অনুপস্থিতি আর্জেন্টিনার জন্য অনেক বড় ধাক্কা। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উরুগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ব্রাজিল।
আর্জেন্টাইন ক্রীড়া পত্রিকা 'টিওয়াইসি স্পোর্টস' তাদের প্রতিবেদনে লিখেছে, আটলান্টার বিপক্ষে ম্যাচের এক পর্যায়ে গতিময় শটের চেষ্টায় কুঁচকিতে চোট পান মেসি। এরপর তিনি খেলা চালিয়ে গেলেও আর ফ্রি কিক নেননি। পুরোপুরি ফিট না থাকায় এবার ছিটকেই গেলেন তিনি।
আর্জেন্টিনার কোচিং স্টাফদের সঙ্গে মেসির নিয়মিত যোগাযোগ রয়েছে। মায়ামির ম্যাচ শেষে তার কিছু পরীক্ষাও করানো হয়, সেখানেই নিশ্চিত হয়, পেশিতে চোট পেয়েছেন এই মহাতারকা।
গত সেপ্টম্বরেও চোটের জন্য বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে খেলতে পারেননি মেসি। এর একটিতে চিলির বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা, অন্যটিতে কলম্বিয়ার বিপক্ষে হেরেছিল ২-১ ব্যবধানে। এবারও সতীর্থদের লড়াই তাকে দেখতে হবে বাইরে থেকে।
বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে উরুগুয়ের মাঠে খেলবে আর্জেন্টিনা। তিন দিন পর ঘরের মাঠে লড়াই ব্রাজিলের বিপক্ষে।