চ্যাম্পিয়ন্স লিগ
চ্যাম্পিয়ন্স লিগের আসছে ম্যাচে বিশ্বকাপ জয়ী তারকা খেলার পুরোপুরি নিশ্চয়তা অবশ্য এখনও মেলেনি।
Published : 20 Jan 2025, 10:50 PM
চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্ব শেষের পথে, বেনফিকার অবস্থা যেখানে তেমন একটা ভালো নয়। সামনে আবার বার্সেলোনার মতো খুব কঠিন প্রতিপক্ষ। মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে একটা সুখবর পেয়েছে পর্তুগিজ দলটি। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য আনহেল দি মারিয়া।
পেশির চোটের কারণে গত শুক্রবার ঘরোয়া লিগে ফামালিকাওয়ের বিপক্ষে খেলতে পারেননি দি মারিয়া। সেদিন অবশ্য তার অনুপস্থিতি তেমন বুঝতেই পারেনি বেনফিকা, ম্যাচটি সহজেই ৪-০ গোলে জেতে তারা।
তবে, ক্যারিয়ারে অনেক সাফল্য পাওয়া বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে আসছে ম্যাচে খুব প্রয়োজন হবে বেনফিকার। কেননা, লড়াইটা যে ইউরোপ সেরার মঞ্চে দারুণ ছন্দে থাকা বার্সেলোনার বিপক্ষে।
এই লড়াইয়ে ৩৬ বছর বয়সী দি মারিয়ার খেলার পুরোপুরি নিশ্চয়তা অবশ্য এখনও মেলেনি। তবে একদিন আগে তার দলের সঙ্গে অনুশীলন করাটা আশাবাদী করে তুলেছে কোচ ব্রুনো লাজাকে।
“(দি মারিয়ার অবস্থা) পর্যালোচনা করার জন্য আমাদের হাতে এখনও একদিন সময় আছে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে অনুশীলন করেছে এবং তার সতীর্থদের সঙ্গে মাঠে ছিল। দি মারিয়ার অভিজ্ঞতা আছে এবং তার অবস্থা জানতে আগামীকাল আমি তার সঙ্গে কথা বলব। আমি একটা বিষয় জানি যে, সে প্রস্তুত।”
“সে প্রস্তুত থাকবে, যেমনটা সে আতলেতিকো মাদ্রিদ ও পোর্তোর বিপক্ষে লড়াইয়ের আগে ছিল অথবা যেমনটা ছিল স্পোর্তিংয়ের বিপক্ষে (লিগ কাপের) ফাইনালে। সে এইসব ম্যাচ খেলতে পছন্দ করে। তবে আমাদের বুঝতে হবে, খেলোয়াড়ের জন্য কিংবা দলের জন্য কোনটা ভালো।”
প্রথম ছয় রাউন্ডের তিনটিতে জয়ী ও একটিতে ড্র করা বেনফিকা ১০ পয়েন্ট নিয়ে আছে তালিকার ১৫ নম্বরে। শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নিতে শেষ দুই ম্যাচেই জয় খুব প্রয়োজন। ফল নেতিবাচক হলে ছিটকেও পড়তে হতে পারে।
পয়েন্ট টেবিলের ৯ থেকে ২৪তম স্থানে থাকা দলগুলোর মধ্যে প্লে-অফের লড়াইয়ে বিজয়ী আট দল পাবে পরের ধাপের বাকি আটটি টিকেট। নতুন আঙ্গিকের এই প্রতিযোগিতায় আসছে দুই রাউন্ডে তাই পয়েন্ট টেবিলে আসবে অনেক পরিবর্তন।
কঠিন এই সমীকরণ সামনে রেখেই মঙ্গলবার বেনফিকা ঘরের মাঠে খেলবে বার্সেলোনার বিপক্ষে, যারা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।
বার্সাকে ফেভারিট মেনে ‘আকর্ষণীয়’ ম্যাচের প্রত্যয় বেনফিকা কোচের