দ্বিতীয়ার্ধের শুরুতেই ১০ জনের দলে পরিণত হওয়া অস্কার ব্রুসনের দল ঘুরে দাঁড়িয়ে স্বাধীনতা কাপের শিরোপা ধরে রাখল।
Published : 18 Dec 2023, 02:59 PM
দ্বিতীয়ার্ধের শুরুতেই ১০ জনের দলে পরিণত হয়ে গোল হজম করল বসুন্ধরা কিংস। ম্যাচে মোহামেডানের সুখকর মুহূর্ত বলতে অবশ্য এতটুকুই। দুই মিনিটের মধ্যে ঘুরে দাঁড়াল কিংস। পরে এগিয়ে গিয়ে ব্যবধান ধরে রেখে আবারও স্বাধীনতা কাপ জিতল অস্কার ব্রুসনের দল।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে সোমবার ২-১ গোলে জিতেছে কিংস। এমানুয়েল সানডের গোলে মোহামেডান এগিয়ে যাওয়ার পরপরই সমতা টানেন রাকিব হোসেন। শেষ দিকে ম্যাচের ভাগ্য গড়ে দেন দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো।
স্বাধীনতা কাপে এ নিয়ে তৃতীয় শিরোপা জিতল কিংস; বসল সবচেয়ে বেশিবার (৩ বার) চ্যাম্পিয়ন হওয়া মোহামেডানের পাশে। ৯ বছর পর ফাইনালে ওঠা মোহামেডানের মুকুট ফিরে পাওয়ার অপেক্ষা বাড়ল আরও।
শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে কিংস। প্রতিপক্ষের পরীক্ষা নিতে যথারীতি সুলেমানে দিয়াবাতেই মূল ভরসা ছিল মোহামেডানের; ডান দিক দিয়ে মালির এই ফরোয়ার্ড আক্রমণে ওঠার চেষ্টা করছিলেন, কিন্তু সোহেল রানা ছিলেন কড়া পাহারায়।
চতুর্থ মিনিটে বক্সের ভেতরে বল নিয়ন্ত্রণে নিলেও ভারসাম্য ধরে রেখে ঠিকঠাক শট নিতে পারেননি কিংসের রফিকুল ইসলাম, দূর্বল শটে বল যায় পোস্টের বাইরে। চতুর্দশ মিনিটে বক্সের বেশ বাইরে থেকে জোরাল শট নেন রবিনিয়ো, ঝাঁপিয়ে আটকান মোহামেডান গোলরক্ষক।
এরপর দুই দলের খেলার গতি কমে কিছুটা। ৩৬তম মিনিটে আরেকটি ভালো সুযোগ পায় কিংস। কিন্তু সোহেল রানার দারুণ ক্রসে দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোর হেড পরীক্ষায় ফেলতে পারেনি গোলরক্ষক সুজন চৌধুরীকে।
দ্বিতীয়ার্ধের শুরুতে ১০ জনের দলে পরিণত হয় কিংস। বলের নিয়ন্ত্রণে নিতে গিয়ে মোহামেডানের ওমর ফারুক বাবুর বুক অবধি বুট তুলে চার্জ করে লাল কার্ড দেখেন রফিকুল।
৫০তম মিনিটে আরও বড় ধাক্কা কিংস শিবিরে। মোজাফ্ফর মোজাফ্ফরভের কর্নারে নাইজেরিয়ান মিডফিল্ডার এমানুয়েল সানডের দারুণ হেডে এগিয়ে যায় মোহামেডান।
কিংসও পাল্টা জবাব দিতে দেরি করেনি। দুই মিনিট পর মিগেল দামাশেনোর ব্যাক হিলে বল পেয়ে রবিনিয়োর শট রক্ষণ দেয়ালে বাধা পেয়ে চলে যায় রাকিব হোসেনের কাছে। বাম পায়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।
এ অর্ধে উভয় দলের খেলোয়াড়রা বারবার মেজাজ হারাতে থাকেন। ৬৩তম মিনিটে ফাউলের ঘটনায় বাহাস শুরু হলে ওমর ও দামাশেনোকে হলুদ কার্ড দেখান রেফারি।
দুই ব্রাজিলিয়ানোর মিলিত চেষ্টায় ৮৬তম মিনিটে এগিয়ে যায় কিংস। দামাশেনোর থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে কিছুটা ফাঁকায় থাকা দোরিয়েলতন নিচু কোনাকুনি শটে জাল খুঁজে নেন। স্বাধীনতা কাপে এটি তার তৃতীয় গোল।
একটু পর ডিফেন্ডার জাহিদ হোসেনকে তুলে নিয়ে আক্রমণভাগের শক্তি বাড়াতে জাফর ইকবালকে নামান মোহামেডান কোচ। শেষ পর্যন্ত যদিও সমতায় ফেরা হয়নি সাদা-কালো জার্সিধারীরা।