ইংলিশ ফুটবল
লিভারপুলে ইংলিশ এই ডিফেন্ডারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা অবশ্য আছে আগের মতোই।
Published : 18 Apr 2025, 07:40 PM
চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। দলের আসছে প্রিমিয়ার লিগ ম্যাচে তিনি খেলতে প্রস্তুত বলেও জানিয়েছেন লিভারপুল কোচ আর্না স্লট।
দারুণ এক উপলক্ষ সামনে রেখে অভিজ্ঞ এই ডিফেন্ডারের স্কোয়াডে ফেরা দলটির জন্য খুব ভালো খবর।
আগামী রোববার ইপ্সউইচ টাউনের বিপক্ষে আর্সেনাল হেরে গেলে এবং তারপর লেস্টার সিটির মাঠে জিতলে লিভারপুলের শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে। এর আগে শুক্রবার এই ইংলিশ ফুটবলারের ফেরার খবরটি জানালেন কোচ স্লট।
“গতকাল ট্রেন্ট আমাদের সঙ্গে অনুশীলন করেছে এবং প্রতিবারই সে আমাদের সঙ্গে অনুশীলন করলে বা খেললে দলের প্রতি নিবেদন দেখায়।”
“সে ম্যাচে ফিরতে কঠোর পরিশ্রম করেছে। সে যখনই মাঠে নামে তখনই প্রমাণ করে যে, সে কতটা ভালো ফুটবলার এবং আমাদের লক্ষ্য অর্জনের চেষ্টায় সে কতটা দলের সঙ্গে সম্পৃক্ত।”
গত মাসে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। তাতে সব প্রতিযোগিতা মিলিয়ে দলের সবশেষ চার ম্যাচে খেলতে পারেননি ২৬ বছর বয়সী এই রাইট-ব্যাক।
চোট সমস্যা কাটলেও, লিভারপুলে তার ভবিষ্যৎ নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েই গেছে। চলতি মৌসুমে তার চুক্তির মেয়াদ শেষ হবে।
মোহামেদ সালাহ ও ভার্জিল ফন ডাইককে ঘিরেও ছিল একইরকম অনিশ্চয়তা। তবে সাম্প্রতিক সময়ে দুজনের সঙ্গেই দুই বছরের নতুন চুক্তি করেছে ক্লাবটি। তবে জোর গুঞ্জন শোনা যাচ্ছে, অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে দলে টানতে আগ্রহী রেয়াল মাদ্রিদ।
প্রিমিয়ার লিগ এবং এর পূর্বের সংস্করণ মিলিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে সর্বোচ্চ ২০ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার না হলেও, তাদের রেকর্ডটি ছোঁয়া লিভারপুলের জন্য এখন অনেকটাই কেবল সময়ের ব্যাপার।
৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল, দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে।