দাবা
ইন্টারন্যাশনাল মাস্টার হতে প্রয়োজনীয় তৃতীয় নর্মটি পেয়ে গেছেন বাংলাদেশের এই দাঁবাড়ু, এখন অপেক্ষা কেবল পয়েন্টের শর্ত পূরণের।
Published : 20 Apr 2025, 08:16 PM
পঞ্চম রাউন্ডে যার বিপক্ষে ড্র করেছিলেন, হাঙ্গেরির সেই গ্র্যান্ডমাস্টার গের্গেলিকে দশম রাউন্ডে হারালেন তাহসিন তাজওয়ার জিয়া। বাকি দুই গ্র্যান্ডমাস্টার ও এক ইন্টারন্যাশনাল মাস্টারের বিপক্ষেও আলো ছড়ালেন বাংলাদেশের এই ফিদে মাস্টার, কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয় হয়ে আসর শেষ করলেন তিনি।
হাঙ্গেরির বুদাপেস্টে ফারাগো ইভান মেমোরিয়ন গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছেন তাহসিন। সাড়ে ৭ পয়েন্ট নিয়ে সেরা হয়েছেন আদার্শ উপ্পালা, প্রতিযোগিতায় কেবল ভারতের এই দাবাড়ুর কাছে একমাত্র হারের তেতো স্বাদ পান গ্র্যান্ডমাস্টার জিয়ার ছেলে।
ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে বাংলাদেশ, ভারত ও হাঙ্গেরির ৩ জন গ্র্যান্ডমাস্টার, ১ জন ইন্টারন্যাশনাল মাস্টার ও ১ জন ফিদে মাস্টারসহ ৬ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেন।
১০ রাউন্ডে তিন জয় ও ছয়টিতে ড্র করেন তাহসিন। ভারতের ইন্টারন্যাশনাল মাস্টার এলআর শ্রীহরির বিপক্ষে দুই ম্যাচেই ড্র করেন তিন। হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার জোলতান ভারগার বিপক্ষে প্রথম দেখায় জয়ের পর ফিরতি দেখায় করেন ড্র।
স্বাগতিক হাঙ্গেরির আরেক গ্র্যান্ডমাস্টার ডেভিড বার্কজেসের বিপক্ষে প্রথম দেখায় ড্রয়ের পর ফিরতি ম্যাচে জয় পান তাহসিন। উপ্পালার বিপক্ষে চতুর্থ রাউন্ডে ড্র করলেও নবম রাউন্ডে হেরে যান তিনি।
দশম রাউন্ডের জয়ে ইন্টারন্যাশনাল মাস্টার হওয়ার তৃতীয় নর্মটি পেয়েছেন তাহসিন। বর্তমানে তার রেটিং পয়েন্ট ২৩৫৪। এই খেতাব পেতে তিনটা নর্ম আর ২৪০০ রেটিং পেতে হয়।