ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার শুরু হবে ৩৬তম জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপ।
Published : 22 Dec 2024, 03:29 PM
আন্তর্জাতিক অঙ্গনে ‘মাইন্ড গেম’ হিসেবে পরিচিত ব্রিজ খেলার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হচ্ছে আবার। ১৬ দলের অংশগ্রহণে পাঁচ দিন ধরে চলবে এই টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপ।
অলিম্পিক ভবনে রোববার এক সংবাদ সম্মেলনে ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপের ৩৬তম আসরের ঘোষণা দেওয়া হয়।
রাজধানীর ইঞ্জিনিয়াস ইন্সটিটিউটের রিক্রিয়েশন সেন্টারে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত হবে প্রথম তিন দিনের খেলা। এরপর অলিম্পিক ভবনে শুক্র ও শনিবার হবে শেষ দুই দিনের খেলা।
বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সাধারণ সম্পাদক নাঈমুল হাসান জানিয়েছেন, ১৬ দলকে দুই গ্রুপে ভাগ করে হবে প্রথম পর্বের খেলা। এরপর প্রতি গ্রুপ থেকে তিনটি করে দল পাবে সুপার সিক্স পর্বের টিকেট। পরবর্তীতে সেখান থেকে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন দল।
এবারই প্রথমবার জাতীয় টিম ব্রিজের চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা অর্থ পুরস্কার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রিজ ফেডারেশনের সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান, সহ-সভাপতি মোঃ আবুল কাশেম, আহ্বায়ক মাওলা আল মামুন। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষে ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান।
শুভেচ্ছা বক্তব্যে ওমর হান্নান বলেন, দেশের ক্রীড়াঙ্গনের বাস্তবায় তুলনামূলক কম জনপ্রিয় খেলা ব্রিজের সম্ভাবনাময় ভবিষ্যৎ দেখে ইস্পাহানি।
"ইস্পাহানি সবসময় খেলাধুলার উন্নয়নে অবদান রাখার চেষ্টা করে। ক্রিকেট, ফুটবল ছাড়াও দাবা, স্কোয়াশ, বাস্কেটবল, গলফসহ অন্যান্য অনেক খেলায়ই পৃষ্ঠপোষকতা করি আমরা। ব্রিজ এখন কিছুটা কম জনপ্রিয়। তবে আমাদের চেষ্টা মূলত সম্ভাবনাময় খেলাটিকে এগিয়ে নেওয়া। আমাদের প্রচার এখানে গৌণ। ক্রীড়াঙ্গনে অবদান রাখাই মূল লক্ষ্য।"