চ্যাম্পিয়ন্স লিগ
রক্ষণে দলকে নিখুঁত দেখতে চান এসি মিলান কোচ পাওলো ফনসেকা।
Published : 16 Sep 2024, 09:55 PM
ছোট্ট একটি ভুল ডেকে আনতে পারে বড় বিপদ। চ্যাম্পিয়ন্স লিগ অভিযানের শুরুতে লিভারপুলের মুখোমুখি হওয়ার আগে তাই খুব সতর্ক এসি মিলান কোচ পাওলো ফনসেকা। রক্ষণে দলকে নিখুঁত দেখতে চান তিনি।
সান সিরোয় মঙ্গলবার লিভারপুলের বিপক্ষে খেলবে চ্যাম্পিয়ন্স লিগের সাতবারের চ্যাম্পিয়ন মিলান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
সেরি আয় শুরুটা ভালো হয়নি মিলানের। লিগে চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে তারা। ৫ পয়েন্ট নিয়ে আছে তালিকার ৯ নম্বরে।
নতুন কোচ আর্না স্লটের কোচিংয়ে লিভারপুল প্রিমিয়ার লিগে জেতে প্রথম তিন ম্যাচেই। তবে সবশেষ ম্যাচে রোববার ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ১-০ গোলে হারে তারা।
সোমবার সংবাদ সম্মেলনে ফনসেকা বলেন, লিভারপুলের বিপক্ষে ভালো কিছু করতে চাইলে রক্ষণে কোনোভাবেই ভুল করা যাবে না। সমর্থকদের মাঠে এসে দলকে উজ্জীবিত করার আহ্বানও জানান তিনি।
“আমি মনে করি, লিভারপুল ইউরোপের শক্তিশালী দলগুলোর একটি। রক্ষণে আমাদের নিখুঁত হতে হবে, কোনো ভুল করা যাবে না। এই ম্যাচকে নিজেদের অগ্রগতি দেখানোর সুযোগ হিসেবে দেখি আমি।”
“সমর্থকদের সমর্থন আমাদের জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ। আশা করি, আগামীকাল তেমনই হবে। আমরা তাদের ভালোবাসা অনুভব করতে চাই।”