তবে কোনো অপহরণকারীকে আটক করা যায়নি।
Published : 10 Apr 2025, 04:30 PM
সুন্দরবনে মাছ শিকার করতে গিয়ে অপহৃত ৩৩ জেলেকে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী কোস্ট গার্ড। এ সময় ১৬টি নৌকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকালে মোংলার কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট ইশমাম হাসান ফাহিম বলেন, বুধবার দিনভর অভিযান চালিয়ে কড়কড়ি নদের মাল্লাখালী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন নারী রয়েছেন।
তবে কোনো অপহরণকারীকে আটক করা যায়নি।
বুধবার বনবিভাগের পাশ নিয়ে জেলেরা মূলত সুন্দরবনে মাছ ও কাঁকড়া শিকার করতে গিয়েছিলেন। করিম শরীফের নেতৃত্বাধীন ডাকাত দল তাদের অপহরণ করে এবং জনপ্রতি ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা জেলেদের সবার বাড়ি খুলনার কয়রা উপজেলার বিভিন্ন গ্রামে। তাদের বাড়ি পাঠানো হচ্ছে।