আন্তর্জাতিক ফুটবল
এই কোচের দায়িত্বে আর জাতীয় দলে ফিরবেন না বলে জানিয়ে দিলেন অভিজ্ঞ গোলকিপার।
Published : 23 Aug 2024, 01:20 PM
কোচ দোমেনিকো তেদেস্কোর সঙ্গে থিবো কোর্তোয়ার মতবিরোধের খবরটি পুরোনো। সেই দ্বন্দ্বের নতুন অধ্যায় এবার সামনে মেলে ধরলেন কোর্তোয়া। জাতীয় দলে পথচলাই আপাতত থামিয়ে দিলেন বিশ্বের সেরা গোলকিপারদের একজন। তেদেস্কোর কোচিংয়ে বেলজিয়াম দলে আর খেলবেন না অভিজ্ঞ এই তারকা।
সামাজিক মাধ্যমে বৃহস্পতিবার নিজের সিদ্ধান্তের কথা জানান কোর্তোয়া।
চোটের কারণে লম্বা সময় বাইরে থাকার পর গত মৌসুমের শেষ দিকে মাঠে ফেরেন কোর্তোয়া। ছন্দে ফিরতেও খুব একটা সময় তিনি নেননি। রেয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে জিতে নেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। কিন্তু এবারের ইউরোর বেলজিয়াম দলে তার নাম ছিল না। গত বছর কোচের সঙ্গে তার দ্বন্দ্বের জের ধরেই তা হয়েছে বলে ধারণা করা হয়।
সেই ধারাবাহিকতায় এবার সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন কোর্তোয়া।
“জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পারা আমার জন্য ছিল দারুণ সম্মানের। সুদূরতম কল্পনাতেও ভাবতে পারিনি, ১০০ বারের বেশি এটা আমি করতে পারব। দুর্ভাগ্যজনকভাবে, কোচের সঙ্গে নানা ঘটনার পর এবং অনেক ভাবার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে, তার ব্যবস্থাপনায় বেলজিয়ান জাতীয় দলে আর ফিরব না।”
“এই ব্যাপারে নিজের যেটুকু দায়, তা আমি নিচ্ছি। তবে সামনে তাকিয়ে, তার প্রতি আমার বিশ্বাসের ঘাটতির কারণে সৌহার্দ্যের প্রয়োজনীয় আবহ ধরে রাখা সম্ভব হবে না।”
৩২ বছর বয়সী গোলকিপার জানান, ফুটবল ফেডারেশনকেও নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করেছেন তিনি। তার দাবি, জাতীয় দলের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
“ফেডারেশনের সঙ্গে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং এই যন্ত্রণাময় কিন্তু যৌক্তিক সিদ্ধান্তের পেছনে আমার অবস্থান ও সেটির পেছনের কারণ তারা মেনে নিয়েছে।”
“কিছু ভক্তকে হতাশ করায় আক্ষেপ করছি। তবে আমি নিশ্চিত, বেলজিয়ামের জন্য এটিই সেরা সিদ্ধান্ত। এতে সব বিতর্ক থামবে এবং লক্ষ্য অর্জনে এটা দলকে সহায়তা করবে।”
গত বছরের জুনে ইউরো বাছাইপর্বের সময় বেলজিয়ামের ক্যাম্প ছেড়ে যান কোর্তোয়া। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটি খেলে এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচের আগে দল ছেড়ে যান তিনি।
কোচ তেদেস্কো পরে সংবাদমাধ্যমে জানান, অস্ট্রিয়া ম্যাচের জন্য রোমেলু লুকাকু ও এস্তোনিয়া ম্যাচের জন্য কোর্তোয়াকে অধিনায়ক ঘোষণা করেন তিনি। সবাই সেটা মেনে নিলেও কোর্তোয়া অসন্তুষ্ট হয়ে ক্যাম্প ছেড়ে গেছেন বলে দাবি করেন কোচ।
কোচের এমন বিস্ফোরক মন্তব্যের পর বিবৃতি দিয়ে প্রতিবাদ জানান কোর্তোয়া। তিনি বলেন, কোচের বক্তব্যের কোনো সত্যতা নেই এবং হাঁটুর চোটের কারণে তিনি দল ছেড়ে গেছেন। নেতৃত্ব নিয়ে অসন্তুষ্টির ব্যাপারও তিনি উড়িয়ে দেন। লুকাকুর সঙ্গে তার এসব নিয়ে কথা হয়েছে বলেও জানান অভিজ্ঞ গোলকিপার। ড্রেসিং রুমের কথা বাইরে প্রকাশ করে দেওয়ার জন্যও তিনি কোচকে কাঠগড়ায় দাঁড় করান। তার দাবি ছিল, একবার নয়, একাধিকবার এই কাজ করেছেন কোচ।
গত বছরের ফেব্রুয়ারিতে বেলজিয়ামের কোচের দায়িত্ব নেন তেদেস্কো। তার কোচিংয়ে দলের শুরুটা খারাপ ছিল না। ইউরোর বাছাইয়ে গ্রুপ সেরা হয় তার দল। এবারের ইউরোর আগে তার মেয়াদ বাড়ানো হয় আগামী বিশ্বকাপ পর্যন্ত। তবে ইউরোতে শেষ ষোলো থেকেই বিদায় নেয় বেলজিয়াম। কোচ তেদেস্কোর কৌশল নিয়েও গত কিছু দিনে প্রশ্ন উঠেছে অনেক।