ব্রাজিল ফুটবল
Published : 28 Mar 2025, 08:49 PM
মাঝে কিছু দিনের জন্য থেমেছিল আলোচনা। আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের ভরাডুবির পর ফের ডানা মেলেছে জল্পনা-কল্পনা। আবারও কার্লো আনচেলত্তিকে কোচ করা নিয়ে চর্চা শুরু হয়েছে ব্রাজিলে। ইতালিয়ান কোচ অবশ্য পরিষ্কার করেছেন, রেয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার।
২০২২ বিশ্বকাপে ব্যর্থতায় ব্রাজিলের কোচের দায়িত্ব ছেড়ে দেন তিতে। এরপর থেকে নানা সময়ে ব্রাজিলের সম্ভাব্য কোচ হিসেবে আনচেলত্তির নাম শোনা গেছে। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ ব্যবধানে হারার পর তা আবারও জোরাল হয়েছে।
দরিভাল জুনিয়রের কোচিংয়ের তীব্র সমালোচনা চলছে ব্রাজিলে। তাকে ছাঁটাই করার চাপ বাড়ছে ক্রমেই। সম্ভাব্য কোচ হিসেবে আনচেলত্তির পাশাপাশি আসছে ফিলিপে লুইসের কথা। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
রেয়ালের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি রয়েছে আনচেলত্তির। তবে ব্রাজিলের ফুটবলারদের বেশ কজন অনেকবারই প্রকাশ্যে কথা বলেছেন তাকে নিয়ে, যেখানে ফুটে উঠেছে কোচ হিসেবে তাকে পাওয়ার ইচ্ছা।
ব্রাজিলের দুইবারের বিশ্বকাপ জয়ী তারকা রোনালদো নাকি আনচেলত্তিকে তাদের জাতীয় দলের কোচ করার চেষ্টা চালাচ্ছেন, এমন খবরও বেরিয়েছে। শনিবার লেগানেসের মুখোমুখি হবে রেয়াল। আগের দিনের সংবাদ সম্মেলনে আনচেলত্তিকে জিজ্ঞাস করা হয় সেই প্রসঙ্গে।
“রোনালদোর সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে কিনা, আমার মনে নেই। আমরা অন্য অনেক বিষয় নিয়েই কথা বলি, দেখা করি, অনেক কথা হয় আমাদের, তবে এই বিষয় নিয়ে নয়।”
ব্রাজিলের কোচ হওয়ার ইচ্ছা আছে আনচেলত্তিরও, ইঙ্গিত পাওয়া যায় তার কথায়। তবে রেয়ালের সঙ্গে চুক্তি থাকার বিষয়টি মনে করিয়ে দিয়েছেন ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান।
“(রেয়ালের সঙ্গে) চুক্তি পরিষ্কার, এটা নিয়ে কিছু বলার নেই আমার। ব্রাজিল, তাদের খেলোয়াড় ও সমর্থকদের প্রতি আমার ভালোবাসা অনেক। তবে রেয়াল মাদ্রিদের সঙ্গে আমার চুক্তি রয়েছে।”
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে আনচেলত্তিকে প্রশ্ন করা হয়, সিবিএফ থেকে তার সঙ্গে কথা বলেছে কিনা। ছোট্ট করে রেয়াল কোচ বললেন, “না, একদমই না।”