লিগ টেবিলে দুই দলের অবস্থান দুই মেরুতে। সাম্প্রতিক পারফরম্যান্সের পাল্লাতেও দুর্বার ম্যানচেস্টার সিটির ধারেকাছে নেই চেলসি। তবে স্ট্যামফোর্ড ব্রিজে শিহরণ জাগানো রোমাঞ্চকর ড্রয়ের পর চেলসি কোচ মাওরিসিও পচেত্তিনো অনুভব করছেন, চেনা পথে ফেরার উপলক্ষ পেয়ে গেছে তার দল।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার নিজেদের মাঠে সিটির বিপক্ষে ৪-৪ ড্র করে চেলসি। দুর্দান্ত লড়াইয়ে চেলসির হয়ে গোল করেন চিয়াগো সিলভা, রাহিম স্টার্লিং, নিকোলাস জ্যাকসন ও কোল পালমার। সিটির হয়ে জোড়া গোল আর্লিং হলান্ডের; একবার করে জালের দেখা পান মানুয়েল আকনজি ও রদ্রি।
গত মৌসুমে ঐতিহাসিক ট্রেবল জেতা সিটিকে রুখে দেওয়ার স্বস্তি চেলসির আছে বটে, কিন্তু চেনা রূপ থেকে এখনও অনেক দূরে তারা। নিজেদের মাঠে সবশেষ ১৪ লিগ ম্যাচে জয় যে মাত্র একটি। দলটির কোচ পচেত্তিনোও মনে করেন, শূন্য থেকে শুরু করেছেন তিনি; কাঙ্ক্ষিত গন্তব্য থেকে অনেক দূরেই আছে তার দল।
“এখনও (অভীষ্ট লক্ষ্য থেকে) অনেক দূরে, অনেক দূরেই আছি আমরা। এটা একটা প্রক্রিয়া এবং এই পর্বে এটাই (সিটির বিপক্ষে ড্র) আমাদের জন্য ভিন্ন একটা মুহূর্ত। অবশ্যই এই ধরনের পারফরম্যান্স ভবিষ্যতের জন্য আমাদের কাজে লাগাতে হবে। আমরা ধাপে ধাপে এগোব এবং হয়তো দুই ধাপ এগোলাম।”
“যে দলটার মুখোমুখি আমরা হয়েছি, আমার দৃষ্টিতে তারা বিশ্বের সেরা দল এবং ম্যাচে ভেতরে অনেক কিছুই ঘটেছে, যেগুলো নিয়ে আমি গর্বিত। যেভাবে আমরা ম্যাচটা সামলেছি, সেটা আসলেই ভালো ছিল।”
সবশেষ চেলসির বিপক্ষে ২০২১ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরেছিল সিটি। এরপর থেকে পেপ গুয়ার্দিওলার দল উড়ছে সাফল্যের ভেলায়। দুইবার জিতেছে প্রিমিয়ার লিগ, একবার পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ। গত মৌসুমে তারা ইংল্যান্ডের দ্বিতীয় দল হিসেবে গড়েছে ট্রেবল জয়ের কীর্তি।
অন্যদিকে চেলসি ঘুরছে দুঃসময়ের ঘোরপাকে। পচেত্তিনো হাল ধরার আগে দলের ব্যর্থতায় কোচের পদ ছাড়তে হয়েছে টমাস টুখেল ও গ্রাহাম পটারকে। চলতি লিগেও তারা আছে দশম স্থানে, সেখানে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। পচেত্তিনোর চেলসিকে তাই প্রশংসা করতে ভোলেননি সিটি কোচ গুয়ার্দিওলা।
“অভিজ্ঞ একজন কোচ, গত ২০ বছরে অনেক শিরোপা জয়ের ঐতিহ্য নিয়ে চেলসি চমৎকার একটি দল। এখন থেকে তারা নতুন কিছু তৈরির চেষ্টা শুরু করেছে।”