ইউরোপা লিগ
রোমে এই ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
Published : 23 Jan 2025, 09:21 PM
চলতি মৌসুমে ইউরোপা লিগে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আরও একবার। রোমে ম্যাচ সামনে রেখে লাৎসিও সমর্থকদের হামলায় আহত হয়েছে রেয়াল সোসিয়েদাদের ৯ জন সমর্থক। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
রোম পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, বুধবার রাতে কলোসিয়ামের কাছে স্প্যানিশ ক্লাব সোসিয়েদাদের প্রায় ৭০ জন সমর্থকের ওপর হামলা চালায় লাৎসিওর প্রায় ৮০ জন সমর্থক।
আহত ৯ জনের মধ্যে ৬ জনকে হাসপাতালে নেওয়া হয় এবং রাতেই ছেড়ে দেওয়া হয় ৪ জনকে। পুলিশ জানিয়েছে, এখনও হাসপাতালে থাকা দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, হামলাকারীরা ভোঁতা ছুরি এবং বস্তু ব্যবহার করেছে। হামলায় ব্যবহৃত অস্ত্রগুলোর একটি ছবি প্রকাশ করেছে তারা। যার মধ্যে রয়েছে একটি হাতুড়ি, লাঠি, একটি শিকল।
পুলিশ ঘটনাস্থলে আসার সঙ্গে সঙ্গে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানিয়েছেন পুলিশের ওই মুখপাত্র।
লাৎসিও এক বিবৃতিতে বলেছে, তারা ‘সকল ধরনের সহিংসতার’ নিন্দা জানায়, তদন্তে কোনো সমর্থক জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় ঘরের মাঠে সোসিয়েদাদের মুখোমুখি হবে লাৎসিও।
ইউরোপের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় মৌসুমের শুরুতে রোমে আথলেতিক বিলবাওয়ের সমর্থকদের ওপর হামলা চালিয়েছিল রোমার সমর্থকরা। সেপ্টেম্বরে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সোসিয়েদাদ ও আন্ডারলেখটের সমর্থকদের মধ্যে।