চ্যাম্পিয়ন্স লিগ
আসছে ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মনে উঁকি দিচ্ছে আরও একটি প্রশ্ন।
Published : 15 Apr 2025, 07:11 PM
ঘরোয়া ফুটবল কিংবা ইউরোপীয় প্রতিযোগিতা, সবখানে রেয়াল মাদ্রিদের সাফল্য ভুরিভুরি, ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছে তারা অসংখ্যবার। কিন্তু প্রতিপক্ষের নামটা আর্সেনাল হলেই যেন চুপসে যায় মাদ্রিদের দলটি। পরিসংখ্যানেই আছে তার প্রমাণ। সেখানে এবারের ব্যবধান তো অনেক বড়। রেয়াল সমর্থকরা তাই প্রিয় দলের আরেকটি প্রত্যাবর্তনের স্বপ্ন দেখলেও, সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড তেমন কোনো সম্ভাবনা দেখছেন না।
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দেয় আর্সেনাল, বিপরীতে অধিকাংশ সময় নিজেদের ছায়া হয়েই ছিল রেয়াল মাদ্রিদ।
ঘরের মাঠে গত মঙ্গলবারের ওই ম্যাচে ডেক্লান রাইসের দুর্দান্ত দুই ফ্রি কিকের পর মিকেল মেরিনোর লক্ষ্যভেদে ৩-০ গোলের জয়ে সেমি-ফাইনালে এক পা দেয় লন্ডনের ক্লাবটি।
এতটা ব্যাকফুটে থাকার পরও রেয়াল মাদ্রিদকে নিয়ে স্বপ্ন দেখার লোকের কমতি নেই। এর পেছনে অবশ্য যথেষ্ট কারণও আছে।
একেতো তারা এই প্রতিযোগিতার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন, ট্রফির হিসেবে তাদের ধারেকাছে নেই কেউ। আর্সেনাল তো কখনোই পরতে পারেনি এই মুকুট। আর ইউরোপ সেরার মঞ্চে একেবারে খাদের কিনারা থেকে রেয়ালকে ঘুরে দাঁড়াতে অনেকবার দেখা গেছে।
আর স্কোয়াডের শক্তির তুলনা করলেও আর্সেনালের চেয়ে অনেকটাই এগিয়ে থাকবে মাদ্রিদের দলটি। এবারের লড়াইটাও হবে তাদের আঙিনায়। তারপরও, শিরোপাধারীদের পক্ষে বাজি ধরতে রাজি নন ফার্ডিনান্ড। নিজের পডকাস্টে এ বিষয়ে তিনি কারণ হিসেবে যেন বলতে চাইলেন, ব্যবধানটা অনেক বড়।
“মাদ্রিদ যদি প্রথমে গোল করতে পারে লড়াইয়ের আধা ঘণ্টা বাকি থাকতে… দেখা যাক, আমার মতে (প্রথম লেগের) ব্যবধানটাই অনেক বড় হয়ে উঠবে এবং আর্সেনাল সেমি-ফাইনালে উঠবে। আমার মতে, তারা অনেক ব্যবধানে এগিয়ে আছে।”
“এই মাদ্রিদ দলটিকে সেদিন (প্রথম লেগে) ছন্নছাড়া লেগেছে। স্কোয়াডের ভারসাম্য সঠিক নেই এবং তারা ডান-বাম দুদিক দিয়েই গোল হজম করছে। সাকাই সবকিছু পাল্টে দিয়েছে। আমার মনে হয়, সে না থাকলে তারা ৩-১ গোলে জিতত।”
ইউরোপিয়ান কাপ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ, যে নামেই হোক, এই প্রতিযোগিতায় আর্সেনালের বিপক্ষে রেয়াল মাদ্রিদের পারফরম্যান্স ভীষণ বাজে। তিনবারের মুখোমুখি লড়াইয়ে দুটিতে জিতেছে আর্সেনাল, অন্যটি ড্র। আরও বিস্ময়ের ব্যাপার হলো, এই তিন ম্যাচে একবারও জালের দেখা পায়নি রেয়াল!
পেশাদার ক্যারিয়ারের বেশিরভাগ সময় ম্যানচেস্টার ইউনাইটেডে কাটানো সেন্টার-ব্যাক ফার্ডিনান্ড এবারও স্পেনের সফলতম ক্লাবটির সাফল্যের সম্ভাবনা দেখছেন না।
“জীবনবাজি ধরতে হলেও আমি সেটা আর্সেনালের ওপরই ধরব। আমি কেবল বলব, রেয়াল মাদ্রিদ একটা পৌরানিক ক্লাব। আর্সেনাল পিছিয়ে পড়লে ভিন্ন এক গল্প হতে পারে। কিন্তু, এরপরও আমি মনে করি, আর্সেনাল পরের ধাপে উঠবে কারণ তারা গোল করবে।”
রোমাঞ্চকর লড়াইটি মাঠে গড়াবে বুধবার বাংলাদেশ সময় রাত একটায়, সান্তিয়াগো বের্নাবেউয়ে।