ইংলিশ ফুটবল
ঘরের মাঠে নিউক্যাসলের বিপক্ষে লড়াইয়ে এখন সবাইকে মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন লিভারপুল অধিনায়ক।
Published : 25 Feb 2025, 05:01 PM
প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের পথে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে লিভারপুল। মৌসুমের শেষ দিকে বাড়তি একটি সুবিধাও সঙ্গী তাদের। বাকি লিগ ম্যাচগুলোর বেশিরভাগই যে তারা খেলবে ঘরের মাঠে। আর এই সুযোগটিই কাজে লাগাতে বললেন ভার্জিল ফন ডাইক। ম্যাচগুলোতে অ্যানফিল্ডকে প্রতিপক্ষের জন্য ‘বিভীষিকাময়’ করে তুলতে সমর্থকদের আহ্বান জানিয়েছেন লিভারপুল অধিনায়ক।
সবশেষ লিগ ম্যাচে শিরোপাধারী ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারায় লিভারপুল। আর এই জয়ে শিরোপা লড়াইয়ে তাদের প্রতিদ্বন্দ্বী আর্সেনাল থেকে ১১ পয়েন্টে এগিয়ে গেছে শীর্ষে থাকা আর্না স্লটের দল।
যদিও আর্সেনালের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে লিভারপুল। তবে শিরোপার দৌড়ে তাদেরই ফেভারিট হিসেবে দেখা হচ্ছে। সঙ্গে ঘরের মাঠে ম্যাচ খেলার সুবিধা তো আছেই তাদের। লিগে তারা বাকি ১১ ম্যাচের ৭টিই তারা খেলবে নিজ আঙিনায়।
তবে চেনা মাঠেও তো হোঁচট খাওয়ার শঙ্কা থাকে। অ্যানফিল্ডে সবশেষ ম্যাচেই যেমন উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারাতে ঘাম ছুটে গিয়েছিল লিভারপুলের। ওই ম্যাচে তো হারের ভয় ও স্নায়ুচাপ চেপে ধরেছিল তাদের।
উলভস ম্যাচের কথা সিটির বিপক্ষে জয়ের পরও টানলেন ফন ডাইক। তাই সামনের ম্যাচগুলোয় অ্যানফিল্ডকে আরও ভয়ঙ্কর করে তোলার আহ্বান জানালেন তিনি।
“উলভস ম্যাচের পর আমি বলেছিলাম, এমন স্নায়ুচাপে থাকাটা খুবই স্বাভাবিক। এটা মানুষের একটি প্রতিক্রিয়া, উদ্বেগজনক অনুভূতি কাজ করতেই পারে এবং এখনও এটি হতে পারে।”
“তবে আমার মনে হয়, অ্যানফিল্ডকে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর করে তুলতে পারা আমাদের এবং তাদের (সমর্থকদের) সাহায্য করবে। বেশিরভাগ সময় আমরা এটা করে আসছি এবং অবশ্যই আমরা যেভাবে খেলি, সেটাও সাহায্য করে।”
ঘরের মাঠে লিগে বুধবার নিউক্যাসলের মুখোমুখি হবে লিভারপুল। আপাতত সবাইকে সেই লড়াইয়ের দিকেই মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন ফন ডাইক।
“ঘরের মাঠে কয়টি ম্যাচ বাকি? ১১টির মধ্যে সাতটি। তাই আসুন, এই সাত ম্যাচ যেন অবিশ্বাস্য হয় সেটা নিশ্চিত করি, যতটা সম্ভব চারদিক গর্জনে প্রকম্পিত করে তুলি। আমার মনে হয়, এটা নিয়ে আমাদের কথা বলা উচিত, কারণ সাধারণত এমনটাই ঘটে।”
“তাই সময়গুলো উপভোগ করুন, এখন বুধবারের দিকে মনোযোগ দিন, তারপরে আমরা দেখব এর পরে কী হয়।”
২৭ ম্যাচে ১৯ জয় ও ৭ ড্রয়ে ৬৪ পয়েন্ট লিভারপুলের। ১৫ জয় ও ৮ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট ৫৩।