ব্যালন দ’র
সবাইকে ফলাফল মেনে নিয়ে পরের মৌসুমের জন্য চেষ্টা করার পরামর্শ দিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।
Published : 29 Oct 2024, 10:35 PM
সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত এবারের ব্যালন দ’র জিততে পারেননি ভিনিসিউস জুনিয়র। এর জন্য অসন্তোষ প্রকাশ করে অনুষ্ঠানই বয়কট করে রেয়াল মাদ্রিদ। যা ভালো লাগেনি পেপ গুয়ার্দিওলার। ম্যানচেস্টার সিটি কোচের মতে, জিতলে যোগ্য হিসেবেই বর্ষসেরার পুরস্কারটি পেতেন ব্রাজিলিয়ান তারকা।
প্যারিসে সোমবার জমকালো অনুষ্ঠানে ভিনিসিউসকে পেছনে ফেলে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর পুরস্কার, ব্যালন দ’র ২০২৪ জেতেন সিটির মিডফিল্ডার রদ্রি। ৬৪ বছর পর বর্ষসেরা ফুটবলারের মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিতলেন স্পেনের কোনো পুরুষ ফুটবলার।
এবার ব্যালন দ’র জয়ের জন্য অনেকেই এগিয়ে রেখেছিলেন ভিনিসিউসকে। পুরস্কারটি তার ‘প্রাপ্য’ বলেও মনে করছিলেন কেউ কেউ। সোমবার ভোটাভুটির ভিত্তিতে ব্যালন দ’রের ১২ জনের একটি তালিকা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানেও সবার ওপরে দেখা যায় ভিনিসিউসের নাম।
কিন্তু কিছুক্ষণ পরই সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানায়, ব্যালন দ’র অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের জন্য প্যারিসে যাচ্ছেন না রেয়াল মাদ্রিদের কেউ, কারণ ক্লাবটি বুঝতে পেরেছে, ভিনিসিউস নয়, বর্ষসেরার পুরস্কারটি পাচ্ছেন রদ্রি। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়।
রেয়ালের এমন আচরণ ভালো না লাগলেও তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন গুয়ার্দিওলা। এরপর তুলে ধরছেন ভিনিসিউসের ব্যালন দ’র না জেতা নিয়ে তার ভাবনা।
“অবশ্যই যদি সে এটা জিতত, যোগ্য হিসেবেই পেত। গত বছর আর্লিং (হলান্ড) যখন জিততে পারেনি তখনও একই অবস্থা হয়েছিল। সে সেখানে ছিল এবং লিওকে (মেসি) অভিনন্দন জানিয়েছিল। পরের মৌসুমে আবার চেষ্টা করতে হবে। এটি সত্যিই উন্মুক্ত এবং জয়ের আরও সম্ভাবনা থাকবে।”
বর্ষসেরা কোচের পুরস্কার ইয়োহান ক্রুইফ ট্রফি জেতেন রেয়ালের কোচ কার্লো আনচেলত্তি। তিনি হারান গুয়ার্দিওলা, জান পিয়েরো গাসপেরিনি, লিওনেল স্কালোনি, লুইস দে লা ফুয়েন্তেকে। এই বছর থেকে পুরস্কারটি দেওয়া শুরু করেছে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল।’
পুরস্কারটি জিততে না পারায় আক্ষেপ নেই গুয়ার্দিওলার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপভোগ করে সবাইকে ফলাফল মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন সিটিকে টানা চারটি প্রিমিয়ার লিগ জেতানো এই কোচ।
“বিশ্বের সেরা কোচের পুরস্কার জেতার জন্য কার্লো আনচেলত্তিকে অভিনন্দন জানাই। কিন্তু লড়াইয়ে (জান পিয়েরো) গাসপেরিনি অথবা লুইস দে লা ফুয়েন্তে ছিল। অবশ্যই এটা তাদের প্রাপ্য ছিল, কিন্তু মানুষ ভোট দিয়েছে এবং কার্লোরও এটা প্রাপ্য।”
“এই অনুষ্ঠানটি আনন্দের হতে হবে, সবাইকে ফলাফল মেনে নিতে হবে।”