জাতীয় সাঁতার
তিন ব্যক্তিগত ইভেন্টে রেকর্ড গড়ার পর সামিউল ইসলাম রাফি এবার রেকর্ড গড়লেন দলগত ইভেন্টে।
Published : 11 Nov 2024, 08:38 PM
জাতীয় সাঁতার প্রতিযোগিতায় এবার দলগত ইভেন্টে রেকর্ড গড়লেন সামিউল ইসলাম রাফি। ছেলেদের ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নতুন এই রেকর্ড গড়ে সোনা জিতেছে বাংলাদেশ নৌবাহিনী; তাতে দলগত রেকর্ডের পাতায় নাম উঠেছে রাফিরও।
মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে সোমবার ৮ মিনিট ০ দশমিক ৫১ সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটি গড়ে নৌবাহিনী। ভাঙে ২০২৩ সালে নিজেদের গড়া ৮ মিনিট ৬ দশমিক ০১ সেকেন্ডের রেকর্ড। নৌবাহিনীর হয়ে এবার সাঁতরান কাজল মিয়া, আসিফ রেজা, মাহমুদুন্নবী নাহিদ ও রাফি।
এর আগে তিনটি ব্যক্তিগত ইভেন্টেও রেকর্ড গড়েন রাফি; প্রথম দিনে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে এবং দ্বিতীয় দিনে ২০০ মিটার ব্যক্তিগত মিডলে ও ২০০ মিটার ব্যাকস্ট্রোকে রেকর্ড গড়ে সেরা হয়েছিলেন তিনি।
দিনের অন্য ইভেন্টে ছেলেদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ, ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে একই দলের সুকুমার রাজবংশী, ১০০ মিটার বাটারফ্লাইয়ে নৌবাহিনীর মাহমুদুন্নবী নাহিদ, ৫০ মিটার ফ্রিস্টাইলে নৌবাহিনীর আসিফ রেজা প্রথম হয়েছেন।
মেয়েদের ইভেন্টে নৌবাহিনীর সোনিয়া আক্তার ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জয়ের পর ১০০ মিটার বাটারফ্লাইয়েও সেরা হন। ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন, ৫০ মিটার ফ্রিস্টাইলে নৌবাহিনীর যুথী আক্তার প্রথম হয়েছেন। ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে সোনা জিতেছে নৌবাহিনীর অ্যানি আক্তার, সোনিয়া খাতুন, যুথী আক্তার ও সোনিয়া আক্তার।
নৌবাহিনী ২৪টি সোনা নিয়ে পদক তালিকায় শীর্ষে রয়েছে। সেনাবাহিনী ৮টি সোনা নিয়ে আছে দ্বিতীয় স্থানে।