ব্যালন দ’র
লা লিগা প্রধান হাভিয়ের তেবাসের মতে, ফ্রান্স ফুটবলের স্বচ্ছ পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা উচিত হয়নি রেয়াল মাদ্রিদের।
Published : 30 Oct 2024, 07:07 PM
এবারের ব্যালন দ’র অনুষ্ঠানে রেয়াল মাদ্রিদের না যাওয়ার সিদ্ধান্ত একদমই ভালো লাগেনি হাভিয়ের তেবাসের। ইউরোপের সফলতম ক্লাবটির এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন লা লিগা প্রধান। তার মতে, ফ্রান্স ফুটবলের ‘সেরা ফুটবলার বাছাইয়ের স্বচ্ছ পদ্ধতি’ নিয়ে প্রশ্ন তোলা উচিত হয়নি রেয়ালের।
প্যারিসে গত সোমবার রাতে অনুষ্ঠিত হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর ব্যালন দ’র ২০২৪ অনুষ্ঠান। সেদিন স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কার খবরে বলা হয়েছিল, রেয়াল থেকে ৫০ জনের একটি দল সেখানে যোগ যাওয়ার কথা।
এবারের ব্যালন দ’র জয়ের জন্য রেয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউসকে এগিয়ে রেখেছিলেন অনেকেই। অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে ভোটাভুটির ভিত্তিতে ব্যালন দ’রের ১২ জনের একটি তালিকা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানেও সবার ওপরে দেখা যায় ভিনিসিউসের নাম।
কিন্তু কিছুক্ষণ পরই ছড়িয়ে পড়ে বিস্ফোরক এক খবর। সূত্রের বরাত দিয়ে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন জানায়, ব্যালন দ’র অনুষ্ঠানের জন্য প্যারিসে যাচ্ছেন না রেয়াল মাদ্রিদের কেউ! কারণ হিসেবে জানানো হয়, ক্লাবটি বুঝতে পেরেছে, ভিনিসিউস নয়, বর্ষসেরার পুরস্কারটি পাচ্ছেন রদ্রি।
শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়। ব্যালন দ’র অনুষ্ঠানে যাননি রেয়ালের কেউ। আর ভিনিসিউসকে পেছনে ফেলে বর্ষসেরা ফুটবলারের মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিতে নেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। গত মৌসুমে সিটির প্রিমিয়ার লিগ জয় এবং স্পেনের রেকর্ড চতুর্থ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি।
রেয়াল মাদ্রিদ জেতে বর্ষসেরা পুরুষ ক্লাবের পুরস্কার। আর তাদের ম্যানেজার কার্লো আনচেলত্তি নির্বাচিত হন বর্ষসেরা কোচ। যে পুরস্কারটি এবার থেকে দেওয়া শুরু করেছে ফ্রান্স ফুটবল।
ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপের সঙ্গে আলাপকালে রেয়ালের ব্যালন দ’র অনুষ্ঠানে না যাওয়া নিয়ে কথা বলেন তেবাস। তার মতে, নিজেদের পুরোনো চেতনা হারিয়ে ফেলেছে স্প্যানিশ ক্লাবটি।
“আমি রেয়াল মাদ্রিদের একজন ভক্ত। এই ক্লাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবোধ হচ্ছে, ভদ্রমানুষ হওয়া এবং হারের পরও (প্রতিপক্ষের সঙ্গে) হাত মেলানো। আমার মনে হয়, রেয়াল মাদ্রিদ সেই চেতনা অনেক আগেই হারিয়ে ফেলেছে।”
“তাদের উচিত ছিল অনুষ্ঠানে যাওয়া এবং ফ্রান্স ফুটবলের স্বচ্ছ পদ্ধতি নিয়ে প্রশ্ন না তোলা, যেখানে ১০০ জন সাংবাদিক ভোট দিয়েছেন। রেয়ালের অন্যায়ের শিকার হওয়ার ভাবটা অপ্রয়োজনীয় এবং অতিরঞ্জিত।”