জার্মান ফুটবল
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ হারের পর প্রধান কোচকে চাকরিচ্যুত করেছে জার্মান ক্লাবটি।
Published : 22 Jan 2025, 03:04 PM
একের পর এক ম্যাচ হারে বরুশিয়া ডর্টমুন্ডে কোচ নুরি শাহিনের ভবিষ্যৎ ঝুলছিল অনিশ্চয়তার সুতোয়। চ্যাম্পিয়ন্স লিগে বোলোনিয়ার বিপক্ষে পরাজয়ের পর আর তার ওপর ভরসা রাখতে পারল না জার্মান ক্লাবটি। তুরস্কের এই কোচকে বিদায় করে দিল তারা।
ইউরোপ সেরার মঞ্চে মঙ্গলবার রাতে ইতালিয়ান ক্লাব বোলোনিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে যায় ডর্টমুন্ড। পরদিনই শাহিনের সঙ্গে সম্পর্কের ইতি টানার ঘোষণা দেয় ক্লাবটি।
এদিন তেরজিচের পদত্যাগের পর গত বছরের জুলাইয়ে ডর্টমুন্ডের দায়িত্ব পান শাহিন। কেবল সাত মাসেই শেষ হয়ে গেল বুন্ডেসলিগার ক্লাবটিতে ৩৬ বছর বয়সী কোচের পথচলা।
মৌসুমের প্রথমভাগেও ডর্টমুন্ডের পারফরম্যান্স তেমন ভালো কিছু না। চলতি বছরে সেটা আরও খারাপ হয়ে যায়। মূলত এর মাশুল দিলেন শাহিন।
লিগে সবশেষ তিন ম্যাচেই হেরেছে তারা। ১৮ ম্যাচে কেবল সাতটি জিতেছে দলটি। সঙ্গে ৪ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলে আছে দশম স্থানে।
চ্যাম্পিয়ন্স লিগে গত আসরের রানার্সআপদের শুরুটা খারাপ ছিল না। কিন্তু সবশেষ দুই ম্যাচেই হারল তারা। সাত ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে আছে ১৩তম স্থানে।