স্প্যানিশ ফুটবল
বার্সেলোনার বিরুদ্ধে ফিফার নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে।
Published : 28 Mar 2025, 06:40 PM
লা লিগায় ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার জয়ের ম্যাচ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ফিফার নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে কাতালান দলটির বিপক্ষে। এ নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে ওসাসুনা আপিল করার কথা ভাবছে বলে খবর প্রকাশিত হয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমে।
ঘরের মাঠে বৃহস্পতিবার রাতের ম্যাচটি ৩-০ গোলে জিতে লা লিগার টেবিলে তিন পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা।
প্রাথমিকভাবে ম্যাচটি হওয়ার কথা ছিল এই মাসের শুরুর দিকে। কিন্তু ম্যাচের আগে বার্সেলোনার চিকিৎসকের মৃত্যুতে তা পিছিয়ে যায়। নতুন সূচিতে আন্তর্জাতিক বিরতির ঠিক পরপর ম্যাচটির দিন ঠিক করা হলে দুই ক্লাবই আপত্তি জানায়, তবে তা ধোপে টেকেনি।
ম্যাচ শেষে সূচি নিয়ে ক্ষোভ উগড়ে দেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তবে বিতর্কের জন্ম দিয়েছে মূলত এই ম্যাচে ইনিগো মার্তিনেসের খেলা। পুরো ৯০ মিনিট খেলেন বার্সেলোনার এই স্প্যানিশ ডিফেন্ডার।
এই মাসে উয়েফা নেশন্স লিগের দুই লেগের কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের স্পেন দলে ডাক পেয়েছিলেন মার্তিনেস। কিন্তু হাঁটুর চোটের কারণে পরে দল থেকে ছিটকে পড়েন তিনি।
ফিফার নিয়ম অনুযায়ী, যদি কোনো খেলোয়াড় চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে পড়েন বা প্রত্যাহার করে নেওয়া হয়, তাহলে আন্তর্জাতিক উইন্ডোর শেষ ম্যাচের পর পাঁচ দিন ক্লাবের হয়ে তিনি খেলতে পারবেন না, যদি না ফেডারেশন এই ক্ষেত্রে ওই খেলোয়াড়কে খেলার অনুমতি দেয়।
এবারের আন্তর্জাতিক বিরতিতে স্পেনের শেষ ম্যাচ ছিল গত রোববার, ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার ম্যাচের চার দিন আগে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো ও কোপ এর খবর, বার্সেলোনার বিরুদ্ধে ফিফার নিয়ম ভাঙার অভিযোগে ফেডারেশনের কাছে আপিল করার কথা বিবেচনা করছে ওসাসুনা।
নিয়ম অনুযায়ী যদি মার্তিনেস এই ম্যাচে খেলার অযোগ্য বলে বিবেচিত হন, তাহলে ওসাসুনার বিপক্ষে জয় থেকে বার্সেলোনার পয়েন্ট কাটা হতে পারে বা ম্যাচটি বাজেয়াপ্ত হতে পারে।
যদিও মার্তিনেসের ডান হাঁটুর চোটের মেডিকেল রিপোর্ট পাঠানোর পর তাকে স্পেন জাতীয় দল থেকে প্রত্যাহার করে নেওয়া হয় ১৭ মার্চ। মেডিকেল রিপোর্ট ও স্পেনের তা গ্রহণ করার যে সময়, তাতে ওসাসুনা যদি আপিল করে, তা গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে।