ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
বিল্ডের চালানো জরিপে সেরা একাদশে খেলার প্রশ্নে ৯০ শতাংশ ভোট পেয়েছেন বদলি নেমে দুই গোল করা নিকলাস ফুয়েলখুগ।
Published : 25 Jun 2024, 08:13 PM
‘মধুর সমস্যায়’ পড়া ইউলিয়ান নাগেলসমানের ওপর ‘চাপ’ বাড়ল আরও। শুরুর একাদশে কাই হাভার্টজ মেলে ধরতে পারছেন না নিজেকে; অন্যদিকে নিকলাস ফুয়েলখুগ বদলি নেমে জালের দেখা পাচ্ছেন, গড়ে দিচ্ছেন ম্যাচের ভাগ্য। জার্মানির দৈনিক বিল্ডের জরিপে ৯০ শতাংশ সমর্থক তাই ফুয়েলখুগের সেরা একাদশে জায়গা পাওয়ার পক্ষে ভোট দিয়েছেন। ফলে নতুন করে ভাবতে হচ্ছে নাগেলসমানকেও।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্কটল্যান্ডের বিপক্ষে ৫-১ ব্যবধানে জার্মানির জেতা ম্যাচে একবার জালের দেখা পান বদলি নামা ফুয়েলখুগ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে হারের মুখে থাকা দলকে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে স্বস্তির ড্র এনে দেন তিনি। এ ম্যাচেও ফুয়েলখুগ খেলেন বদলি হিসেবে। এই ফরোয়ার্ডের শুরুর একাদশে জায়গা পাওয়ার দাবি তাই জোরাল হচ্ছে।
যদিও এ আসরে আক্রমণ শাণানোর দিক থেকে হাভার্টজ সবার চেয়ে এগিয়ে, কিন্তু কার্যকারিতার দিক থেকে ঢের পিছিয়ে তিনি। ১০ শটের মধ্যে কেবল স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচেই পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করতে সক্ষম হয়েছিলেন হাভার্টজ।
অন্যদিকে, ফুয়েলখুগ তিন শটের দুটি থেকেই বল জড়িয়েছেন জালে। দীর্ঘদেহী, শক্তিশালী ও বাতাসে ভালো দক্ষতাও দেখিয়েছেন তিনি। তবে শেষ ষোলোর লড়াইয়ের আগে সেরা একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি নাগেলসমান। তবে দিয়েছেন ইতিবাচক ইঙ্গিত।
“শুরু থেকে খেলার সুযোগ আছে ফুয়েলখুগের সামনে; একই সুযোগ আছে কাইয়েরও। সুইজারল্যান্ডের বিপক্ষে কাই তিনটি ভালো সুযোগ তৈরি করেছিল, এর দুটি থেকে গোল না পাওয়ায় সে নিজেই বিরক্ত। তবে সে ভালো একটা ম্যাচ খেলেছে।”
“শুরুর একাদশে কিংবা বদলি-দুইভাবে ফুয়েলখুগের খেলা নিয়ে যুক্তিও আছে। সামনেও তাকে বদলি হিসেবে খেলানো হতে পারে, কেননা এভাবে সে আসলেই ভালো করছে। আবার শুরু থেকেও খেলতে পারে। বদলির ভূমিকা ভালোভাবে পালন করায় একই সঙ্গে আনন্দ ও দুঃখ আছে তার।”
তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সেরা দল হিসেবে নকআউট পর্বে উঠেছে জার্মানি। জাতীয় দলের হয়ে ২০২২ সালে অভিষেকের পর ফুয়েলখুগ এ পর্যন্ত খেলা ১৯ ম্যাচে ১৩ গোল করেছেন। এর মধ্যে ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড ছয় ম্যাচে ছিলেন শুরুর একাদশে। গড়ে ৫৭ মিনিটে এক গোল করেছেন বরুশিয়া ডর্টমুন্ড ফরোয়ার্ড।
২০১৮ সালে আন্তর্জাতিক অভিষেকের পর এ পর্যন্ত খেলা ৪৯ ম্যাচে ১৭ গোল করেছেন হাভার্টজ; গড়ে ১৮২ মিনিটে একবার জালের দেখা পেয়েছেন তিনি।