ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড বলেছেন, একটি গোলের জন্য মরিয়া হয়ে ছিলেন তিনি।
Published : 17 Feb 2025, 06:05 PM
চোটের সঙ্গে দীর্ঘ দিনের লড়াই শেষে মাঠে ফিরে সামর্থ্যের ঝলক দেখালেও গোলের দেখা পাচ্ছিলেন না নেইমার। অবশেষে তার অপেক্ষার অবসান হলো। ১৬ মাস পর জালের দেখা পেলেন ব্রাজিলিয়ান তারকা, স্বাভাবিকভাবেই ভীষণ খুশি তিনি।
ব্রাজিলের রাজ্য প্রতিযোগিতা পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের ম্যাচে কেটেছে নেইমারের গোল খরা। রোববার আগুয়া সান্তার বিপক্ষে সফল স্পট কিকে জালের দেখা পান তিনি। ম্যাচটি ৩-১ ব্যবধানে জেতে তার দল সান্তোস।
বার্সেলোনা থেকে পিএসজি হয়ে ২০২৩ সালে সৌদি ফুটবলে সাড়া জাগিয়ে নেইমার যোগ দেন আল হিলালে। তবে কদিন পরই এমন ভয়াবহ চোটে পড়েন যে, তাকে মাঠের বাইরে থাকতে হয় এক বছরের বেশি সময়।
হাঁটুর চোট কাটিয়ে গত বছরের অক্টোবর-নভেম্বরে হিলালের জার্সিতে দুটি ম্যাচ খেলেন নেইমার। কিন্তু পাননি জালের দেখা। এরপর আবার হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে পড়েন তিনি।
সব মিলিয়ে, দেড় বছরে আল হিলালের হয়ে স্রেফ সাতটি ম্যাচ খেলতে পারেন নেইমার। গোল করেন কেবল একটি, সেই ২০২৩ সালের অক্টোবরে।
আল হিলাল ছেড়ে জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। নতুন অধ্যায়ে চতুর্থ ম্যাচে এসে পেলেন জালের দেখা।
সান্তোসের ফিরে এবং গোল করতে পেরে আনন্দের যেন শেষ নেই নেইমারের। ম্যাচ শেষে তার কণ্ঠে ফুটে উঠল গোল পাওয়ার স্বস্তি।
“আবারও খেলতে পেরে আমি খুশি। মনে হচ্ছে, আমি উন্নতি করছি। অবশ্যই আমি শারীরিকভাবে শতভাগ ফিট হতে পারব না, এটা আমার চতুর্থ ম্যাচ তবে আমি ক্রমাগত ভালো করছি।”
“আমি গোল করার জন্য উদগ্রীব ছিলাম এবং সেটা ভক্ত ও আমার পরিবারকে উৎসর্গ করতে চেয়েছিলাম।”