ইংলিশ প্রিমিয়ার লিগ
সাড়ে তিন মাসের বেশি সময় পর ম্যাচে জোড়া গোল করলেন আর্লিং হলান্ড, তার দুটি গোলেই অ্যাসিস্ট করলেন সাভিনিয়ো।
Published : 04 Jan 2025, 10:55 PM
ম্যাচজুড়ে আক্রমণে আলো ছড়ালেন সাভিনিয়ো। সৌভাগ্যের ছোঁয়ায় এগিয়ে যাওয়ার পর, তার পাস ধরে জোড়া গোল করলেন আর্লিং হলান্ড। জালের দেখা পেলেন ফিল ফোডেনও। কক্ষপথে ফেরার অভিযানে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের জালে গোল উৎসব করে চেনা রূপে ফেরার আভাস দিল ম্যানচেস্টার সিটি।
ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল।
ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা সিটি অক্টোবরের পর এই প্রথম টানা দুটি ম্যাচ জয়ের স্বাদ পেল। লিগে সবশেষ ১১ ম্যাচে দলটির এটি কেবল তৃতীয় জয়।
২০ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে সিটি। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে পাঁচে নিউক্যাসল ইউনাইটেড।
শক্তিতে অনেক পিছিয়ে থাকা ওয়েস্ট হ্যাম শুরুতে বেশ চাপ তৈরি করে। প্রথম কয়েক মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ দুটি সুযোগও পায় দলটি; কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও। উল্টো দশম মিনিটে নিজেদের ভুলে পিছিয়ে পড়ে তারা।
বাঁ দিক দিয়ে ওঠা আক্রমণে বল ধরে শট নেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সাভিনিয়ো, বল ডিফেন্ডার ভ্লাদিমির চৌফালের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
২৯তম মিনিটে ফের সিটির রক্ষণে ভীতি ছড়ায় সফরকারীরা। এবার লুকাস পাকেতার বক্সের বাইরে থেকে নেওয়া শট দূরের পোস্টের একটু বাইরে দিয়ে যায়।
তিন মিনিট পর দ্বিতীয় গোলের নিশ্চিত সুযোগ পেয়েও হতাশ করেন বের্নার্দো সিলভা। হলান্ডের পাস বক্সে ফাঁকায় পেয়ে পর্তুগিজ মিডফিল্ডারের নেওয়া শট পা দিয়ে আটকান গোলরক্ষক। ৩৮তম মিনিটে রিকো লুইসের বক্সের বাইরে থেকে নেওয়া জোরাল শটও ঝাঁপিয়ে রুখে দেন আলফুঁস আরিওলা।
ফরাসি গোলরক্ষক আরিওলা ৪২তম মিনিটে আর আটকাতে পারেননি। ২০ বছর বয়সী সাভিনিয়ো সতীর্থের লম্বা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে একজনকে কাটিয়ে বক্সের বাঁ থেকে দূরের পোস্টে ক্রস বাড়ান এবং ছুটে গিয়ে বিনা বাধায় হেডে বল জালে পাঠান হলান্ড।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে তিন মিনিটের মধ্যে আরও দুবার জালে বল পাঠিয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলে সিটি।
৫৫তম মিনিটের গোলেও জড়িয়ে সাভিনিয়োর নাম; তার রক্ষণচেরা থ্রু পাস বক্সে ধরে চিপ শটে নিজের দ্বিতীয় গোলটি করেন হলান্ড। এরপর কেভিন ডে ব্রুইনের পাস পেয়ে বক্সের মধ্যে থেকে শটে স্কোরলাইন ৪-০ করেন তিনি।
গত ১৪ সেপ্টেম্বরের পর প্রিমিয়ার লিগের কোনো ম্যাচে জোড়া গোল করলেন নরওয়ের তারকা। আসরে তার মোট গোল হলো ১৬টি। তার চেয়ে একটি বেশি নিয়ে গোলদাতার তালিকায় শীর্ষে লিভারপুলের মোহামেদ সালাহ।
আর এবারের লিগে দ্বিতীয়বারের মতো ম্যাচে চার গোল করল শিরোপাধারীরা।
গোলের জন্য পুরো ম্যাচে সিটির চেয়ে বেশি শট নিলেও কার্যকর হতে পারেনি ওয়েস্ট হ্যাম। একমাত্র সান্ত্বনাসূচক গোলটি তারা পায় ৭১তম মিনিটে, বক্সে থেকে বাঁ পায়ের শটে বল জালে পাঠান জার্মানির ফরোয়ার্ড নিকলাস ফুয়েলখুগ।
ফের হোঁচট খেল চেলসি
দারুণ ছন্দে এগিয়ে চলার মাঝে ডিসেম্বরের শেষ দিকে এসে পথ হারিয়ে ফেলে চেলসি। সেই ব্যর্থতা নতুন বছরের শুরুতেও ঝেড়ে ফেলতে পারল না তারা। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এগিয়ে যাওয়ার পর, শেষ দিকে গোল খেয়ে পয়েন্ট হারাল দলটি।
প্রতিপক্ষের মাঠে চতুর্দশ মিনিটে কোল পালমারের গোলে এগিয়ে যায় চেলসি। পরে ৮২তম মিনিটে মাতেতার লক্ষ্যভেদে ১-১ ড্রয়ে মাঠ ছাড়ে প্যালেস।
এই নিয়ে লিগে টানা চার ম্যাচ জয়হীন রইল চেলসি। এভারটনের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর ফুলহ্যাম ও ইপ্সউইচ টাউনের বিপক্ষে হেরেছিল তারা।
২০ ম্যাচে ১০ জয় ও ৬ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেলসি। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে তারা, লিভারপুল অবশ্য দুটি ম্যাচ কম খেলেছে।
২০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে প্যালেস।