বিশ্বকাপ বাছাই
উরুগুয়ের বিপক্ষে ম্যাচের মতোই হবে ব্রাজিলের বিপক্ষে লড়াই, মনে করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
Published : 25 Mar 2025, 05:55 PM
বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে কঠিন লড়াইয়ে জয়ের পর আর্জেন্টিনার সামনে আরেক অগ্নিপরীক্ষা, প্রতিপক্ষ আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। লিওনেল স্কালোনির ধারণা, উরুগুয়ে ম্যাচের মতোই হবে এবারের লড়াই। এই লড়াইয়ে পাল্টা আক্রমণের ক্ষেত্রে বাড়তি মনোযোগ দিচ্ছেন আর্জেন্টিনা কোচ।
ঘরের মাঠে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল ছ্য়টায়।
অধিনায়ক লিওনেল মেসি, লাউতারো মার্তিনেস, পাওলো দিবালাসহ একগাদা ফুটবলারকে এই মাসের দুটি ম্যাচে আর্জেন্টিনা পাচ্ছে না চোটের কারণে। উরুগুয়ের মাঠে দ্বিতীয়ার্ধে তিয়াগো আলমাদার দুর্দান্ত গোলে জয় পায় বিশ্ব চ্যাম্পিয়নরা।
কয়েক বছর ধরে চেনা রূপে নেই ব্রাজিল দল, মাঠে বেশ সংগ্রাম করতে হচ্ছে তাদেরকে। তারপরও তারা বিশ্বের সেরা দলগুলোর একটি বলে মনে করেন স্কালোনি।
“আগামীকাল উরুগুয়ের বিপক্ষে ম্যাচের মতোই একটি ম্যাচ হবে বলে আমরা ধারণা করছি। মাঠে আধিপত্য বিস্তার করতে পারি আমরা এবং তারাও সেটা পারে। ব্রাজিল দলের আমাদের ওপর আধিপত্য বিস্তার করার সামর্থ্য রয়েছে, কারণ তারা বিশ্বের সেরা দলগুলোর একটি এবং ম্যাচটির জন্য আমরা প্রস্তুত থাকব।”
“আমরা পাল্টা আক্রমণ করতে এবং তাদের অর্ধে আমাদের ধরনে খেলতে প্রস্তুত থাকব, পাল্টা আক্রমণের কৌশলে খুব মনোযোগী থাকব। আমাদের দলে যে খেলোয়াড়রা আছে, তাদের নিয়ে আমাদের লক্ষ্য হবে বল নিয়ন্ত্রণ করা এবং তা দিয়ে কার্যকর হওয়া।”
সতর্ক থাকার পাশাপাশি প্রতিপক্ষকে পাল্টা আঘাত করার বার্তাও দলকে দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ।
“এই বড় ম্যাচগুলো সবসময় এভাবেই হয়, কঠিন। (প্রতিপক্ষ শিবিরে) মাঝমাঠ থেকে ওপরের দিকে যেসব খেলোয়াড় আছে, তাদের নিয়ে তারা আক্রমণাত্মক দল এবং আমাদের সেই আক্রমণ সামলাতে হবে, সতর্ক থাকতে হবে, বল নিয়ন্ত্রণ করে তাদের আঘাত করার চেষ্টা করতে হবে।”
এই ম্যাচে হার এড়াতে পারলেই ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যাবে শিরোপাধারীদের।
১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা, দ্বিতীয় স্থানে থাকা একুয়েডরের চেয়ে ৬ পয়েন্ট বেশি। ২১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ব্রাজিল।