জার্মান ফুটবল
কানাডা দলের কাছে ব্যাখ্যা চেয়েছে জার্মান জায়ান্টরা।
Published : 28 Mar 2025, 05:57 PM
জাতীয় দলের হয়ে খেলতে নেমে গুরুতর চোট পেয়েছেন আলফুঁস ডেভিস। কানাডার এই ডিফেন্ডারের লিগামেন্ট ছিঁড়ে গেছে। আর এতে ক্ষোভ প্রকাশ করেছে তার ক্লাব বায়ার্ন মিউনিখ।
গত রোববার কনকাকাফ নেশন্স লিগের তৃতীয় স্থান প্লে-অফ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নেমে এই চোট পান ২৪ বছর বয়সী ডেভিস। ২-১ গোলে জেতা ম্যাচে স্রেফ ১২ মিনিট খেলতে পারেন কানাডা অধিনায়ক।
ডান হাঁটুর লিগামেন্টের এই চোটে নিশ্চিতভাবেই দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে ডেভিস। মৌসুমের শেষ দিকের এই গুরুত্বপূর্ণ সময়ে এসে তাকে হারানো বায়ার্নের জন্য স্বাভাবিকভাবেই বড় ধাক্কা।
কীভাবে এমন মারাত্মক চোট পেলেন ডেভিস, কানাডা দলের কাছে শুক্রবার ব্যাখ্যা চেয়েছে বুন্ডেসলিগার শীর্ষে থাকা বায়ার্ন। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ক্লাবটির ক্রীড়া পরিচালক ক্রিস্তফ ফয়েন্ড।
“তার চোট পাওয়া আমাদের জন্য খুবই বাজে হলো এবং যেভাবে এটা হলো, একদমই ঠিক হয়নি। ঠিক কি হয়েছে, আমরা জানতে চাই।”
যুক্তরাষ্ট্র ম্যাচের দুই দিন আগে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া সেমি-ফাইনালে পুরো ম্যাচ খেলেন ডেভিস। ফয়েন্ডের এর দাবি, ওই ম্যাচের পর ক্লান্তির কথা জানিয়েছিলেন ডেভিস। কিন্তু তবুও পরের ম্যাচে তাকে খেলানোয় ক্ষোভ ঝরল বায়ার্নের ক্রীড়া পরিচালকের কণ্ঠে।
“সে অধিনায়ক, একজন তরুণ যে কিনা নিজের দলকে সাহায্য করতে চেয়েছিল কিন্তু এটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ। দ্বিতীয় সমস্যা হলো, ১২ মিনিট পর চোট পাওয়া। তারপরে সে ১২ ঘন্টার ফ্লাইটে ফিরে আসে এবং আমরা সবাই ধরে নিয়েছিলাম, কোনো গুরুতর কোনো আঘাত নয় তবে এরপর এই অবস্থা।”
“এটা ছিল উদাসীনতা। এটা পেশাদার নয়, আমাদের তাদের সঙ্গে কথা বলা এবং বিষয়টি পরিষ্কার করা দরকার। আমরা নিয়োগকর্তা, আমরা খেলোয়াড়দের বেতন দিই, তাই কী ঘটেছে তা খতিয়ে দেখব।”
বায়ার্নের ব্যাখ্যা চাওয়া নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি কানাডা জাতীয় দল।