ইংলিশ ফুটবল
অ্যাঙ্কেলের সমস্যায় নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে পারবেন না লিভারপুলের রক্ষণভাগের এই গুরুত্বপূর্ণ সদস্য।
Published : 14 Mar 2025, 05:34 PM
শঙ্কাই সত্যি হলো। অ্যাঙ্কেলের চোটে লিগ কাপের ফাইনাল থেকে ছিটকে গেলেন লিভারপুলের রাইট ব্যাক টবি অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।
গত মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলার সময় চোট নিয়ে মাঠ ছাড়েন ২৬ বছর বয়সী ইংলিশ ডিফেন্ডার। পিএসজির বিপক্ষে টাইব্রেকারে হেরে ইউরোপ সেরার মঞ্চ থেকে বিদায় নেন প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুল।
অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ছিটকে যাওয়া নিউক্যাসল ইউনাইটডের বিপক্ষে রোববারের ফাইনালের জন্য লিভারপুলের কোনো বিশেষজ্ঞ রাইট ব্যাক রইল না। কনর ব্র্যাডলি ও জো গোমেজ এখনও চোট থেকে সেরে ওঠেননি।
লিভারপুল কোন আর্না স্লট নিশ্চিত করে বলতে পারেননি কত দিন মাঠের বাইরে থাকতে হবে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে।
“ট্রেন্টকে পাওয়া যাবে না। সে ফাইনালে থাকবে না। আমরা আশাবাদী, মৌসুমের শেষ দিকে তাকে পাওয়া যাবে।”
মৌসুম শেষ হলে লিভারপুলের সঙ্গে অ্যালেকজ্যান্ডার আর্নল্ডের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। তার মতোই একই পরিস্থিতি মোহামেদ সালাহ ও ভার্জিল ফন ডাইকের। তাদের ভবিষ্যৎ নিয়ে এখনও পরিষ্কার কোনো বার্তা দেয়নি লিভারপুল।