ইতালিয়ান ফুটবল
আতালান্তা কোচ জান পিয়েরো গাসপেরিনি আরও বললেন, কখনোই কারও মনে আঘাত দিতে চান না তিনি।
Published : 22 Feb 2025, 09:44 PM
“আমার দেখা সবচেয়ে বাজে পেনাল্টি শট নেওয়া ফুটবলারদের একজন সে,” এভাবেই আদেমোলা লুকমানের তীব্র সমালোচনা করেছিলেন জান পিয়েরো গাসপেরিনি। তবে আতালান্তা কোচের দাবি, তার এই মন্তব্য নাইজেরিয়ান স্ট্রাইকারকে আক্রমণ করার জন্য ছিল না।
চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে ক্লাব ব্রুজের বিপক্ষে হারের পর লুকমানকে স্রেফ ধুয়ে দিয়েছিলেন গাসপেরিনি।
বেলজিয়ামের দলটির বিপক্ষে দ্বিতীয় লেগে ৩-১ ব্যবধানে হারে আতালান্তা। সব মিলিয়ে ৫-২ ব্যবধানে পিছিয়ে থেকে ইউরোপ সেরার মঞ্চ থেকে বিদায় নেয় তারা।
গত মৌসুমে ইউরোপা লিগ জয়ে আতালান্তার নায়কদের একজন ছিলেন লুকমান। ব্রুজের বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে পড়ার পর ব্যবধানও কমান তিনি।
তবে, তার আগেই একটি স্পট কিকে ব্যর্থ হন লুকমান। ম্যাচ শেষে গাসপেরিনি বলেন, শার্লে দে কাটলারা ও মাতেও রেতিগি মাঠে থাকায় ওই শট তার নেওয়ারই কথা ছিল না।
পরে ইনস্টাগ্রামে এক পোস্টে চলতি মৌসুমে ১৫ গোল করা স্ট্রাইকার লুকমান বলেন, গাসপেরিনির মন্তব্যগুলো ভীষণ অসম্মানজনক ও বেদনাদায়ক।
ড্রেসিং রুমের আবহ উত্তপ্ত হয়ে ওঠায় আতালান্তা কোচ শনিবার সংবাদ সম্মেলনে যেন শান্তি স্থাপন করতে চাইলেন। উদাহরণ হিসেবে আনলেন লেসের বিপক্ষে উদিনেজের ১-০ ব্যবধানে জয়ের কথা। দলটির যারা পেনাল্টি নিয়ে থাকেন, তাদের একজন না হয়েও শুক্রবারের ওই ম্যাচে সফল স্পট কিকে ব্যবধান গড়ে দেন লরেঞ্জো লুক্কা।
“আমার কথাগুলো আক্রমণের উদ্দেশ্যে ছিল না…আমি দেখতে চাই, লুকমানের মতো একজন শক্তিশালী খেলোয়াড় দে কাটলারার দিকে ইঙ্গিত করে বলছে, ‘এই ধরো বল, জালে পাঠাও’।”
“সে নিয়মিত পেনাল্টি শট নেওয়া খেলোয়াড়ও হতে পারে, এটা তার জন্য গোল করার একটি বাড়তি দক্ষতা হবে…. আমি সব সময় দলের সবার সামনে কথা বলি, এটা কখনও ক্লাবকে স্পর্শ করে না। সে মনে আঘাত পেয়েছে, তবে আমি কাউকে আক্রমণ করতে চাইনি।”
২৫ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিনে আছে আতালান্তা। আগামী রোববার তারা খেলবে অবনমনের শঙ্কায় থাকে এম্পোলির বিপক্ষে।