পঞ্চগড়ে বিএসএফের `সাউন্ড গ্রেনেডে’ কৃষক আহত

করতোয়া নদীর চর এলাকায় ওই কৃষক বোরো ধানের চারা রোপন করছিলেন। এ সময় সেখানে বিকট শব্দ হয়।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2023, 05:07 AM
Updated : 6 Feb 2023, 05:07 AM

পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া সাউন্ড গ্রেনেডে এক বাংলাদেশি কৃষক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার সাতমেড়া ইউনিয়নের কাকপাড়া গ্রামের বাংলাদেশ-ভারত সীমান্তের ৪২২ মেইন পিলারের ২৪ নম্বর সাব পিলার এলাকায় রোববার বিকালে এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় ডাকা পতাকা বৈঠকে বিএসএফ বিষয়টি অস্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি।

আহত ৪৫ বছর বয়সী আজিজার রহমান ওই ইউনিয়নের তফিদুল ইসলামের ছেলে। তিনি কৃষি কাজের পাশাপাশি নদীতে পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করেন।

আজিজারের ছোট ভাই দিদার আলী বলেন, “আমার ভাই রোববার বিকালে করতোয়া নদীর চর এলাকায় বোরো ধানের চারা রোপন করছিলেন। এ সময় বিএসএফের এক সদস্য বোমা জাতীয় কোনো কিছু ছুঁড়ে মারেন।

“সেখানে বিকট শব্দ হয় এবং আমার ভাই মাথা ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে বাসায় নিয়ে আসে।”

তবে আজিজারের শারীরিক অবস্থা ‘শঙ্কামুক্ত’ বলে জানান তার ভাই।

মীরগড় বিজিবি কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার শেখ মো. মনিরুজ্জামান বলেন, “খবর পেয়ে আমরা প্রতিবাদ জানিয়ে ভারতের ৯৪ বিএসএফ ব্যাটালিয়নের বর্মণবস্তি বিএসএফ ক্যাম্পের সদস্যদের পতাকা বৈঠকে ডাকি। বৈঠকে সাউন্ড গ্রেনেড ছোড়ার বিষয়টি তারা অস্বীকার করে।”

সাতমেড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় প্রায়ই এরকম সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটে।