ফেনীতে ধরা পড়ল ৪০০ কেজির ‘শাপলা পাতা’ মাছ

আট হাজার টাকা মণ দরে মাছটি বিক্রি হয়।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2022, 02:39 PM
Updated : 27 Dec 2022, 02:39 PM

ফেনীতে সোনাগাজীতে জেলেদের জালে চারশ কেজি ওজনের একটি ‘শাপলা পাতা’ মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার বিকালে বড় ফেনী নদীতে চর খোন্দকার জেলেপাড়ার হিরেন্দ্র জলদাসের জালে মাছটি ধরা পড়ে।

পরে তিনি হরিশংকর নামে এক ব্যবসায়ীর কাছে আট হাজার টাকা মণ দরে মাছটি বিক্রি করেন। এ সময় উৎসুক মানুষ মাছটি দেখতে সেখানে ভিড় জমান।

মৎস্যজীবী হিরেন্দ্র জলদাস জানান, মঙ্গলবার সকালে তিনি তিনজন সহকারী নিয়ে বড় ফেনী নদীর শেষ সীমানায় বঙ্গোপসাগরের মোহনায় জাল ফেলেন।

দুপুরের পর জালটি টেনে তোলার সময় ভারি লাগে। নৌকায় থাকা চারজন মিলেও জাল টেনে তুলতে পারছিলেন না। পরে আশপাশের নৌকা থেকে আরও কয়েকজনকে ডেকে এনে জালটি ওঠান।

তখন তারা জালে বিশাল ‘শাপলা পাতা’ মাছটি পান। সঙ্গে অন্য আরও ৩০ কেজি মাছ ধরা পড়ে বলে হিরেন্দ্র জলদাস জানান।

তিনি বলেন, “বিক্রির জন্য মাছটি অনেক কষ্ট করে নৌকায় তুলে চর খোন্দাকার জেলেপাড়ার কাছে মাছের আড়তে নিয়ে আসি। সেখানে ওজন দেওয়ার কোনো ব্যবস্থা না থাকায় অন্যত্র নিয়ে যাই। মাছটির ওজন আসে ৪০০ কেজি বা প্রায় ১১ মণ “

সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, মাছটির বিষয়ে স্থানীয় জেলেদের মাধ্যমে তথ্য পেয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানেন না।