ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
Published : 08 Oct 2023, 06:37 PM
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে এসির কম্প্রেসর বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে; এতে প্রায় দুই ঘণ্টা সম্প্রচার ব্যাহত হয়।
বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ তারিক রোববার বলেন, “আগুন লাগার পর দুপুর ১২টা ২৪ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত তিনটি এফএম চ্যানেলের সম্প্রচার বন্ধ ছিল।”
বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী কামাল হোসেন বলেন, “পাঁচ টনের একটি এসির কম্প্রেসর বিস্ফোরণ ঘটেছে। শুধু এফএম সম্প্রচার বন্ধ ছিল; বাকি সব ঠিকঠাক চলছে।”
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিলেট স্টেশনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক বেলাল হোসেন বলেন, “দুটি ইউনিট প্রায় আধ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।”
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: