চতুর্থ দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির শেষ দিনে রংপুরে নাশকতার প্রস্তুতির অভিযোগে বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে নগরীর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল ও তাজহাট থানার লালবাগ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম) আবু মারুফ হোসেন জানান।
আটকরা হলেন- কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর কমিটির আহ্বায়ক শাহ নেওয়াজ লাব, নগরীর ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সদস্য সেলিম মিয়া ও পরশুরাম থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক ছামছুজ্জামান শুখী। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, অবরোধের দ্বিতীয় দিনে নগরীর বাস টার্মিনাল, লালবাগ, পরশুরাম এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় নাশকতার প্রস্তুতির গোপন খবর পেয়ে তাদের ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়।
জনজীবন ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের নাশকতা রুখে দিতে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন উপপুলিশ কমিশনার মারুফ হোসেন।