তীব্র রোদের মধ্যে ধান কাটার সময় কৃষকের মৃত্যু

“নূর মিয়া উচ্চরক্তচাপে ভোগছিলেন।“

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2023, 02:57 PM
Updated : 18 April 2023, 02:57 PM

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় প্রখর রোদে হাওরে ধান কাটার সময় এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার বিকালে উপজেলার রায়মাধব গ্রামে এ ঘটনা ঘটে বলে চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান জানান।  

মৃত নূর মিয়া (৪০) রায়মাধব গ্রামের হালান মিয়ার ছেলে।

কয়েকদিন ধরে নেত্রকোণা জেলায় দিনের বেলায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।

মৃতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান জানান, দুপুরে বাড়ির সামনের হাওরের বোরো জমিতে ধান কাটতে যান নূর মিয়া। এ সময় প্রচণ্ড রোদ ছিল। হঠাৎ করেই তিনি মাটিতে ঢলে পড়ে অচেতন হয়ে যান। তখন অন্য সঙ্গীরা তাকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বারহাট্টা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “নূর মিয়া উচ্চরক্তচাপে ভোগছিলেন। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।”

তীব্র গরমে আক্রান্ত হয়ে নূর মিয়া মারা যান বলে ধারণা করছেন জেলা সিভিল সার্জন মো. সেলিম মিয়া।